26/04/2024 : 1:26 PM
ই-জিরো পয়েন্টকুইজপ্রতিযোগিতা

কৃতী পিতা ও সন্তানঃ কুইজের খোঁজ খবর ও প্রতিযোগিতা-৩৪ (ষষ্ঠ সপ্তাহ)

বিশেষ প্রযুক্তিগত কারণে গতকাল রবিবাসরীয় প্রতিযোগিতা শুরু করা যায়নি। আগামী রবিবার থেকে শুরু হবে রবিবাসরীয় কুইজ প্রতিযোগিতা। – সম্পাদক, জিরো পয়েন্ট


কুইজের খোঁজ খবরঃ ৩৪

গতকাল জুন মাসের তৃতীয় রবিবারে পালিত হল ‘ফাদার্স ডে’। পরিবারে বাবা একজন ছাতার মত যিনি সামাজিক ও অর্থনৈতিক বিবিধ ঘাত-প্রতিঘাত আড়াল করে তাঁর সন্তানকে বড় হয়ে উঠতে প্রেরণা যোগান। পিতৃত্ব পালন করা সকল বাবা-ই এক একজন লড়াকু সৈনিক। আজ আমরা কয়েকজন সফল সন্তানের কৃতী বাবার বিষয়ে আলোচনা করলাম। সমস্ত বাবাদের উদ্দেশ্যে জানালাম সম্মান।

আজকের বিষয়ঃকৃতী পিতা ও সন্তান

১। বিখ্যাত সরোদবাদক ভাতৃদ্বয় আমান আলি খান ও আয়ান আলি খানের বাবা একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সরোদ শিল্পী। তিনি কে?
– উস্তাদ আমজাদ আলি খান

২। দরিদ্র পরিবার থেকে উঠে এসে কেবলমাত্র আত্মবিশ্বাস ও প্রত্যয়ে ভর করে পৃথিবীর দ্বিতীয় ধনী মানুষ হয়ে ওঠা অলীক রূপকথাকে সম্ভব করে দেখিয়েছেন মুকেশ আম্বানি ও অনিল আম্বানির পিতা। তিনি কে?
– ধীরুভাই আম্বানি

৩। ভারতীয় চলচ্চিত্র জগতের অবিসংবাদী নায়ক অমিতাভ বচ্চনের পিতা হিন্দি ভাষার এক বিশিষ্ট কবি। পদ্মভূষণ প্রাপক এই পিতা কে?
– হরিবংশ রাই বচ্চন

৪। অভিনেতা, পরিচালক, প্রযোজক, গায়ক, চিত্রনাট্যকার – প্রতিভাবান শিল্পী ফারহান আখতারের পিতা নিজেও একজন বিখ্যাত কবি, চিত্রনাট্যকার ও সুরকার। তিনি কে?
– জাভেদ আখতার

৫। ১৯৮৩ সালে ভারত যেবার প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয় করে তার সেমিফাইনাল ও ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হন মহিন্দর অমরনাথ। তাঁর পিতা ভারতের প্রথম টেস্ট সেঞ্চুরিকারী ব্যাটসম্যান। তিনি কে?
– লালা অমরনাথ

৬। পদ্মভূষণ সম্মানে ভূষিতা বিখ্যাত ক্লাসিকাল নর্তকী মল্লিকা সারাভাই কোন বিখ্যাত বিজ্ঞানীর কন্যা?
– ভারতীয় মহাকাশ গবেষণার জনক বিক্রম সারাভাই

৭। অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের পিতা একজন বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় যিনি অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ জয়ী প্রথম ভারতীয়। তিনি কে?
– প্রকাশ পাড়ুকোন

৮। সেতার শিল্পী অনুষ্কা শঙ্করের পিতাও একজন কিংবদন্তী সেতার শিল্পী যিনি ভারতীয় শাস্ত্রীয় সংগীতকে আন্তর্জাতিক দরবারে প্রতিষ্ঠিত করেছিলেন। ভারতরত্ন পুরস্কার প্রাপক এই বিশিষ্ট ব্যক্তি কে?
– পন্ডিত রবি শঙ্কর (রবীন্দ্র শঙ্কর চৌধুরী)

৯। অভিনেতা সঈফ আলি খানের পিতা একজন বিশিষ্ট ক্রিকেটার যিনি ভারতের ক্রিকেট ইতিহাসে কনিষ্ঠতম টেস্ট অধিনায়ক। তিনি কে?
– মনসুর আলি খান পাতৌদি

১০। পি সি সরকার নামটাই বর্তমানে ভারতীয় জাদুবিদ্যাচর্চার সমার্থক হয়ে গেছে। পিতা ছিলেন পি সি সরকার ও পুত্র তাই পি সি সরকার জুনিয়র। পিতা-পুত্রের পুরো নাম কি?
– পিতা- প্রতুল চন্দ্র সরকার, পুত্র – প্রদীপ চন্দ্র সরকার


পাঠকের জন্য প্রশ্নঃ


বিখ্যাত বাবার বিখ্যাত পুত্র – এই শব্দবন্ধটি কয়েক প্রজন্ম ধরে ব্যবহৃত হচ্ছে কোলকাতার রায়বাড়ির বাসিন্দাদের সম্পর্কে। সন্দীপ রায়ের পিতা সত্যজিৎ রায়। সত্যজিতের পিতা সুকুমার রায়। সুকুমারের পিতা উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। পালকপিতা হরিকিশোর দত্তক নেওয়ার পর তাঁর নাম রাখেন উপেন্দ্রকিশোর। এর আগে উপেন্দ্রকিশোরের নাম কি ছিল?

নিয়মাবলীঃ

১) সবথেকে প্রথম দশজনের সঠিক উত্তর আমরা গ্রহণ করবো।
২) প্রশ্ন সহ ও আপনার উত্তর টাইপ করে পাঠাবেন।
৩) আপনার নাম, ঠিকানা ও ছবি পাঠাবেন।
৪) প্রতিদিন প্রথম ১০জন সঠিক উত্তরদাতার নাম ও ছবি প্রকাশিত হবে।
৪) প্রতি সপ্তাহে সবথেকে বেশি উত্তরদাতার জন্য থাকবে ই-শংশাপত্র ও আকর্ষণীয় পুরস্কার।
৫) আপনার উত্তর রাত ১২টার মধ্যে ওয়াটসঅ্যাপ করতে হবে (দৈনিক কুইজ প্রতিযোগিতার ক্ষেত্রে)
রবিবাসরীয় ও ছোটদের প্রতিযোগিতার সময়সংক্রান্ত নিয়ম সেই দিনে দেওয়া হবে।


ওয়াটসঅ্যাপ এই ভাবে করুনঃ
# কুইজ প্রতিযোগিতা নং-
# উত্তর
# আপনার নাম
# আপনার ঠিকানা
# আপনার ছবি

ওয়াটসঅ্যাপ 7797331771


জিরো পয়েন্ট কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিস্তারিত তথ্যঃ

১) দৈনিক কুইজ প্রতিযোগিতা ( সোম থেকে শুক্রবার)
প্রতিদিন বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ তথ্যের সাথে শেষে পাঠকের জন্য একটি প্রশ্ন থাকবে তার উত্তর দিতে হবে।

২) ছোটদের কুইজ প্রতিযোগিতা (শুধু মাত্র শনিবার)
শনিবারে শুধুমাত্র শিশু-কিশোরদের জন্য সাপ্তাহিক কুইজ প্রতিযোগিতা

৩) রবিবাসরীয় কুইজ প্রতিযোগিতা (রবিবার)
সোম থেকে শুক্রবার কুইজের খোঁজ খবর থেকে বাছাই করা ১০ টি প্রশ্ন রবিবারে দেওয়া হবে

৪) প্রতিদিন দুপুর ১২টায় কুইজের খোঁজ খবর ও প্রতিযোগিতা ওয়েবসাইটে প্রকাশ করা হবে
https://ezeropoint.net/news/category/e-zero-point/competition


 

সঠিক উত্তরদাতা


সঞ্চালকঃ অপূর্ব কুমার সু (মোবাইল- ৯৪৭৭০০৫৮৭৯)


পঞ্চম সপ্তাহের বিজয়ী…

Related posts

সুপ্রভাত, শুভ হোক সবকিছু…..

E Zero Point

পাঠকের কলমঃ মেরামত হোক বর্ধমান স্টেশনের ঘড়ি

E Zero Point

ছোটদের কুইজ প্রতিযোগিতা-৩ (তৃতীয় সপ্তাহ) ~ ফলাফল

E Zero Point

মতামত দিন