29/03/2024 : 1:27 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমানমঙ্গলকোট

মঙ্গলকোটের চানকে শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

পরাগ জ্যোতি ঘোষ, মঙ্গলকোট: গত ১৯ জুন মঙ্গলকোটের চানকে প্রায় দুইশত সমর্থকদেরকে নিয়ে লাদাখে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন ৪৯ জেলা পরিষদের বিজেপি কর্মীরা। বীরভূমের শহীদ রাজেশের পার্থিবদেহ গ্রামে ফেরার দিনকেই তারা বেছে নিয়েছিল শ্রদ্ধা নিবেদনের জন্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪৯ জেলা পরিষদের মন্ডল সভাপতি সমীর দাস, সম্পাদক প্রসেনজিৎ লাহা, চানকের নেতা সুব্রত মন্ডল প্রমূখ। তারা প্রত্যেকেই শহীদ বেদীতে মোমবাতি প্রজ্জ্বলন ও শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং উপস্থিত সমর্থকদের নিয়ে পদযাত্রা করেন। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, মোদি সরকার চীনের এই অমানবিক আচরণের যোগ্য জবাব দেবে এবং মোদিজি হলেন ভারতের যোগ্য প্রধানমন্ত্রী। প্রসেনজিৎ লাহা বলেন আসন্ন বিধানসভায় মোদীজির বিরুদ্ধে তৃণমূলের যে অপপ্রচার চলছে তার যোগ্য জবাব মানুষ দেবে। মঙ্গলকোটে জামায়েতকে নিয়ে যাতে কোন গন্ডগোল না হয় তার জন্য মঙ্গলকোট থানার পক্ষ থেকে দুই ভ্যান পুলিশ মোতায়েন করা হয়েছিল ।

Related posts

তাঁত শিল্পীর মেয়ে তৃষার স্বপ্ন ডাক্তার হওয়া

E Zero Point

বিজেপি থেকে তৃণমূলে যোগদান বর্ধমানে

E Zero Point

মোবাইল চোর সন্দেহে পিটিয়ে খুন ভাতারে

E Zero Point

মতামত দিন