11/12/2024 : 9:04 AM
আমার বাংলাগলসিদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

গরীবের পাশে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি

শেখ নিজাম আলমঃ করোনা উদ্ভুত লকডাউন পরিস্থিতিতে দিন দিন গরীব মানুষের জীবন জীবিকা সংকটময় হয়ে পড়ছে। এই সংকটকালীন সময়ে কর্মহীনতার পরিস্থিতির কারনে গরীব মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এল নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির বুদবুদ গলসী জোনাল কমিটি। আজ গলসি ২ ব্লকের অধীনে কুলগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে   তাঁদের উদ্যোগে ৬৩টি পরিবারের হাতে তেল,সাবান, ডাল,সয়াবিন, বিস্কুট তুলে দেওয়া হয়। এই মহৎ কাজে সাহায্য করেন কুলগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের দুইজন শিক্ষক। তাঁরা শুধু রেশন সামগ্রী তুলে দেননি, তাঁরা করোনা ঠেকাতে কি কি করতে হবে সেই সচেতনতা মূলক প্রচারও করেন। যেমন তাঁরা বলেন বাইরে বেরোনোর সময় সকলকে মাস্ক পড়তে, বার বার সাবান দিয়ে হাত ধুতে, বাইরে বেরুলে Social Distancing মেনে চলতে, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করেন এছাড়াও আরও বেশকিছু পরামর্শ দেন।

Related posts

কালনায় ডেপুটেশনে বিতর্কিত মন্তব্য রাজ্যের বিজেপি সহ সভাপতির

E Zero Point

করোনা পজিটিভ পরিবারের পাশে জামালপুর পঞ্চায়েত সমিতি

E Zero Point

মেমারি হাসপাতালে ফল বিতরণ

E Zero Point

মতামত দিন