জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ৪ জানুয়ারী ২০২৩:
চাষীদের ক্ষতিপূরণের দাবি! প্রায় এক বছর হতে গেলেও মেলেনি ক্ষতিপূরণ। বুধবার বৈকাল থেকে তিরুপতি কোল্ড স্টোরেজে বিক্ষোভ চাষীদের। প্রসঙ্গত, গত মে মাসের রসুলপুরের তিরুপতি হিমঘরে রাখা আলু হিমঘর কর্তৃপক্ষের গাফিলতি জেরে নষ্ট হওয়ায় যায় বলে অভিযোগ। এরপর দফায় দফায় অভিযোগ প্রশাসনিক স্তরে বৈঠক এবং মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও বিষয়টি এই মুহূর্তে আদালতে বিচারাধীন। পুজোর আগে সাময়িক ভাবে চাষীরা বস্তা প্রতি ২৫৯টাকা হিসাবে ক্ষতিপূরণ দেওয়া হয়।
বুধবার বিকালে এলাকার চাষীরা পুনরায় তাদের ক্ষতিপূরণের দাবিতে তিরুপতি হিমঘরের সামনে বিক্ষোভ দেখায়। তার অভিযোগ করেন বর্তমানে রবিশস্যের মরশুম শুরু হলেও আর্থিক ক্ষতির কারণে তারা এই মুহূর্তে দিশাহীন হয়ে পড়েছেন। আলু চাষ তারা করতে পারছেন না ঋণের দায়ে জর্জরিত। মালিক পক্ষ এবং সরকার পক্ষের মধ্যে বিষয়টি বিচারাধীন আদালতে। অথচ সর্বস্বান্ত হচ্ছেন চাষিরা বলে জানান চাষিরা। তারা চাইছেন অবিলম্বে তাদের প্রকৃত ক্ষতিপূরণের অর্থ দেওয়া হোক।