16/04/2024 : 11:14 AM
ট্রেন্ডিং নিউজ

আগামীকাল থেকে মেমারিতে শুরু হচ্ছে রেডিয়েন্স ও কার্নিভাল

জিরো পয়েন্ট নিউজ, এম. কে. হিমু, মেমারি, ৪ জানুয়ারী ২০২৩


স্কুল মানেই যে শুধু লেখাপড়ার জায়গা তা নয়, সুস্থ সাংস্কৃতিক ও মানবিক চেতনার পাঠশালা। পূর্ব বর্ধমান জেলার মেমারি শহরের উপকন্ঠে মেমারি ক্রিষ্টাল মডেল স্কুল সেই পাঠশালা যেখানে ইংরেজি মাধ্যমে শিক্ষা দানের সাথে সাথে নিজ মাতৃভাষা ও মাতৃভূমির সংস্কৃতির ধারক ও বাহক।

মেমারি চোটখন্ডে অবস্থিত মেমারি ক্রিষ্টাল মডেল স্কুলের প্রিন্সিপ্যাল জানান প্রতি বছরের মতো এবছরও স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে স্কুলের বাৎসরিক অনুষ্ঠান রেডিয়েন্স ও কার্নিভাল আয়োজিত হবে আগামী আগামী ৬, ৭ ও ৮ জানুয়ারি ২০২৩।

এবছরের থিম – ‘Evolution of 90’s Vs Gen-x childhood’। নব্বই দশকের শিশুদের অভিব্যক্তি ও বর্তমান সময়ের জেনারেশন এক্স বাচ্চাদের শৈশব নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এছাড়াও তিনি জানান ৮ জানুয়ারি কার্নিভালের বিশেষ আকর্ষণ- সঙ্গীত শিল্পী গোল্ডেন ভয়েস অফ নর্থ ইষ্ট শ্যাম পল।

Related posts

বলিউড তারকাদের চ্যাটিং ফাঁসঃ সাধারণ মানুষের মনে হোয়াটসঅ্যাপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

E Zero Point

দীপাবলীর ধোঁয়া হোম কোয়ারান্টিনের রোগীদের জন্য মারাত্মক

E Zero Point

RAMADAN2023: দেখে নিন সাহরী ও ইফতারের সময়সূচী

E Zero Point

মতামত দিন