29/03/2024 : 5:03 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

ভাতার প্রাণী সম্পদ বিকাশ দফতরের উদ্যোগে ছাগল বিতরণ

জিরো পয়েন্ট নিউজ আমিরুল ইসলাম, ভাতার, ২৯ জানুয়ারি ২০২১:


করোনাভাইরাস এর জন্য দীর্ঘদিন লকডাউন ছিল। মানুষ কাজ হারিয়ে ঘরে বসে ছিলেন। অর্থনৈতিক কাঠামো একদম ভেঙে পড়েছিল।মানুষের কথা চিন্তা করে ভাতার প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে আজ ১১ টি সয়ম্বর গোষ্ঠীর মহিলাদের ছাগল বিতরণ করা হলো ২১টি করে।

একটি পুরুষ ও কুড়িটি মহিলা ছাগল বিতরণ করা হয় প্রতিটি সয়ম্বর গোষ্ঠীর মহিলাদের। বর্তমান সরকারের উদ্যোগে খুশি হয়েছেন সয়ম্বর গোষ্ঠীর মহিলারা।

ভাতার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক ডক্টর শঙ্খ ঘোষ জানান, বর্তমানে অর্থনৈতিক কাঠামো কি উন্নতি করার জন্যই আমরা এই ছাগল বিতরণ করলাম। মোট ২৩১ টি ছাগল আজ বিতরণ করা হলো। এক একটি সংকর গোষ্ঠী তে একুশটি করে ছাগল দিলাম আজ।

Related posts

কান্দিতে বিভিন্ন জায়গায় বসন্ত উৎসব পালন

E Zero Point

দশম শ্রেণীর এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু

E Zero Point

দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে রাস্তা অবরোধ বর্ধমানে

E Zero Point

মতামত দিন