25/04/2024 : 8:30 PM
আমার বাংলাকালীপুজো/দীপাবলিদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

কালীপুজো নিয়ে আলোচনা পূর্বস্থলীতে

জিরো পয়েন্ট নিউজ – প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ৫ নভেম্বর, ২০২০:


দুর্গাপুজোর পর এবার কার্তিক পুজো এবং কালীপুজোর উদ্যোক্তাদের নিয়ে প্রশাসনিক বৈঠক সারলেন পূর্বস্থলী দু নম্বর ব্লক প্রশাসন। এদিন পূর্বস্থলী দু নম্বর ব্লকের স্টেশন সংলগ্ন কমিউনিটি হলে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কার্তিক পুজো এবং কালীপুজোতে কোনো শোভাযাত্রা হবে না। বাজবে না কোনো ডিজে বক্স শুধুমাত্র সামাজিক দূরত্ব মেনেই পুজো টুকু অনুষ্ঠিত হবে। মণ্ডপে ঢোকার ক্ষেত্রেও দশ জনের বেশি অনুমতি দেওয়া হয়নি। পাশাপাশি প্রত্যেক মণ্ডপে স্যানিটাইজার মাক্স রাখা বাধ্যতামূলক।

এদিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন অ্যাডিশনাল এসপি গ্রামীণ ধ্রুব দাস, পূর্বস্থলী দু নম্বর ব্লক বিডিও সৌমিক ব‍াকচী, পূর্বস্থলী থানার আইসি রাকেশ মিশ্র, পূর্বস্থলী ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সুতপা নাথ, সহ-সভাপতি তপন চট্টোপাধ্যায়সহ বিশিষ্ট জনেরা।

Related posts

ক্ষুদে ফুটবলার নুর হাসানের পাশে প্লেয়ার্স হিউম্যানিটি-র রহিম নবি

E Zero Point

মেমারিতে মা সরস্বতীতে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প

E Zero Point

মেমারি ক্রিষ্টাল মডেল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনলাইনে

E Zero Point

মতামত দিন