29/09/2023 : 12:40 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপান্ডুয়াহুগলি

ভারতীয় জনতা পার্টির বৃক্ষরোপণ কর্মসূচী পাণ্ডুয়াতে

স্টাফ রিপোর্টার, পান্ডুয়াঃ ভারতীয় জনতা পার্টি পান্ডুয়া মন্ডলের পক্ষ থেকে বৃক্ষরোপণ উৎসব পালন করা হল।
গত শনিবার বিশ্ব পরিবেশ উপলক্ষে ভারতীয় জনতা পার্টি পান্ডুয়া মন্ডল, তিন্না অঞ্চল নেতৃত্বের পক্ষ থেকে বৃক্ষরোপণ উৎসব আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলী জেলার বিজেপি সভাপতি পার্থ শর্মা, জেলা বিজেপির সাধারণ সম্পাদক তুষার মজুমদার, ও পাণ্ডুয়া বিধানসভা ক্ষেত্রের বিজেপি নেতা খোকন বিশ্বাস সহ অন্যান্য কর্মীবৃন্দ।

উক্ত কর্মসূচীতে বিজেপি নেতৃত্ব থেকে বলা হয় যে, আমফানের ঝড়ে প্রচুর গাছ নষ্ট হয়েছে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যাতে। তাই ভারতী জনতা পার্টী থেকে এই বৃক্ষরোপন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। শুধু আজকের দিনেই নয় আমরা সারা বছর ধরেই বৃক্ষরোপন উৎসব পালন করব। প্রতিটি অনুষ্ঠান ও উৎসবে একটি করে গাছ লাগিয়ে প্রকৃতি মাতা প্রতি আমরা সম্মান জানাবো।

Related posts

স্বেচ্ছাসেবী সংস্হার পক্ষ থেকে দুস্থদের হাতে তুলে দেওয়া হলো শীতবস্ত্র

E Zero Point

আইসিডিএস কর্মীদের উদ্যোগে মাস্ক বিলি মেমারিতে

E Zero Point

রেল হকাদের বিক্ষোভ সমাবেশ কালনায়

E Zero Point

মতামত দিন