29/03/2024 : 2:08 PM
আমার বাংলাজামালপুরদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

মশাবাহিত রোগমুক্তকরনে জামালপুরে গাপ্পি মাছ বিলি

জিরো পয়েন্ট নিউজ – আহাম্মদ মির্জা, জামালপুর, ২৪ অগাষ্ট, ২০২০:


জামালপুর ব্লক মৎস দপ্তর থেকে আজ মশা বাহিত রোগ প্রতিরোধ করতে বা ডেঙ্গি প্রতিরোধ করতে ব্লকের ১৩ টি পঞ্চায়েতের হাতে প্রায় ৩০০০০ গাপ্পি মাছ তুলে দেওয়া হলো। সোমবার পঞ্চায়েত প্রতিনিধিদের হাতে এই মাছ তুলে দেন বি ডি ও শুভঙ্কর মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান, মৎস্য কর্মাধ্যক্ষ সুনীল ধাড়া ফিসারি অফিসার মলয় সাউ সহ অন্যান্যরা।মলয় বাবু জানান এই গাপ্পি মচা মূলত মশার লার্ভা মারতে সাহায্য করবে এর ফলে কমবে মশা বাহিত রোগ।
এই গাপ্পি মাছ ছাড়ার ফলে মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গি কমবে বলে মনে করা হচ্ছে।

Related posts

সাস্থ্য বিধি মেনে দুর্গাপুজো ছাতিনাকান্দিতে

E Zero Point

মানবাধিকার সচেতনতায় সাইকেল যাত্রায় মেমারির ৪ যুবক

E Zero Point

ন-পাড়া উদয়ন সংঘের খুঁটি পুজো

E Zero Point

মতামত দিন