কুইজের খোঁজ খবর ও কুইজ প্রতিযোগিতা-২৫
“কুইজের খোঁজ খবর” ও ” কুইজ প্রতিযোগিতা” -প্রতিদিন কিছু বিষয়ে কুইজের খোঁজ খবর দেবো আমরা ও তার সাথে থাকবে একটি প্রশ্ন। যার উত্তর আমাদের ওয়াটসঅ্যাপ 7797331771 নাম্বারে পাঠাতে হবে।
আমরা প্রতিদিন এবার থেকে দুপুর ১২টায় পোষ্ট করব এবং আপনাকে রাত ১২টার মধ্যে উত্তর দিতে হবে।
নিয়মাবলীঃ
১) সবথেকে প্রথম দশজনের সঠিক উত্তর আমরা গ্রহণ করবো।
২) প্রশ্ন সহ ও আপনার উত্তর টাইপ করে পাঠাবেন।
৩) আপনার নাম, ঠিকানা ও ছবি পাঠাবেন।
৪) প্রতিদিনের প্রথম ১০জন সঠিক উত্তরদাতার নাম ও ছবি প্রকাশিত হবে।
৪) প্রতি সপ্তাহে সবথেকে বেশি উত্তরদাতার জন্য থাকবে ই-শংশাপত্র ও আকর্ষণীয় পুরস্কার।
৫) আপনার উত্তর রাত ১২টার মধ্যে ওয়াটসঅ্যাপ করতে হবে
ওয়াটসঅ্যাপ এই ভাবে করুনঃ
# কুইজ প্রতিযোগিতা নং-
# উত্তর
# আপনার নাম
# আপনার ঠিকানা
# আপনার ছবি
ওয়াটসঅ্যাপ 7797331771
শুভেচ্ছা সহ ১০১/- টাকা ট্রান্সফার করা হল সাপ্তাহিক বিজয়ী ডঃ সায়ন ভট্টাচার্য -কে
জিরো পয়েন্ট কুইজ প্রতিযোগিতাঃ সাপ্তাহিক বিজয়ী ডঃ সায়ন ভট্টাচার্য -কে জিরো পয়েন্ট এর পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। (তৃতীয় সপ্তাহের প্রতিযোগিতায় ৩ জন সর্বোচ্চ উত্তরদাতা ছিলেন, আমরা সবক্ষেত্রে যিনি আগে উত্তর দিয়েছেন সেই মানদন্ডে বিজয়ী নির্ধারণ করা হল)
কুইজ প্রতিযোগিতা-২৪- উত্তর
প্রশ্নঃ পৃথিবীর মোট একশৃঙ্গ গন্ডারের দুই-তৃতীয়াংশের বসতি ভারতের কোন ন্যাশনাল পার্কে?
উত্তরঃ কাজিরাঙা ন্যাশনাল পার্ক, আসাম
সঠিক উত্তরদাতা
সকল অংশগ্রহণকারীকে জিরো পয়েন্ট-এর পক্ষ থেকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। পেজটি আপনার টাইমলাইনে শেয়ার করুন ও আমাদের ফেসবুক পেজ Zero Point- জিরো পয়েন্ট লাইক করুন।
কুইজের খোঁজ খবর-২৫
গত ৫ই জুন ছিল বিশ্ব পরিবেশ দিবস। অনেক দেশেই ৫ থেকে ১১ই জুন পরিবেশ সপ্তাহ পালন করা হয়। ভারতেও কোনো কোনো রাজ্য পরিবেশ সপ্তাহ পালনের কর্মসূচী নেয়। স্কুল-কলেজ -ইউনিভার্সিটি -সরকারি দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠানগুলি থেকে সপ্তাহব্যাপী বিভিন্ন জনসচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়। এই বছর করোনা ভাইরাসের দাপটে তা করা সম্ভব হয়নি। আমরা প্রশ্নোত্তরে পরিবেশ সপ্তাহ পালন করছি। পরিবেশ রক্ষার বিভিন্ন দিকের খোঁজখবর থাকছে সাতদিন। আজ দ্বিতীয় দিন।
পরিবেশ সপ্তাহ উদযাপন- পর্ব ২
আজকের বিষয়ঃ পশ্চিমবঙ্গে অবস্থিত জাতীয় উদ্যান
১। পশ্চিমবঙ্গে অবস্থিত জাতীয় উদ্যানের (National Park) সংখ্যা কয়টি?
– ৬টি
২। এই বনাঞ্চলগুলি কবে থেকে জাতীয় উদ্যানের মর্যাদা পেয়েছে?
– সুন্দরবন ন্যাশনাল পার্ক – ১৯৮৪
নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক – ১৯৮৬
সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক – ১৯৮৬
বক্সা ন্যাশনাল পার্ক – ১৯৯২
গোরুমারা ন্যাশনাল পার্ক – ১৯৯২
জলদাপাড়া ন্যাশনাল পার্ক – ২০১৪
৩। পশ্চিমবঙ্গের বৃহত্তম জাতীয় উদ্যান (আয়তনে) কোনটি?
– সুন্দরবন ন্যাশনাল পার্ক (১৩৩০ বর্গ কিলোমিটার)
৪। Indian vulture বা ভারতীয় শকুনের জন্য ভারতে প্রথম প্রজনন ও সংরক্ষণকেন্দ্র হল Jatayu and Sparrow Conservation Breeding Centre (পিঞ্জোর, হরিয়ানা)। দ্বিতীয় সংরক্ষণ কেন্দ্রটি পশ্চিমবঙ্গে। এটি কোথায় অবস্থিত?
– বক্সা ন্যাশনাল পার্কে, রাজাভাতখাওয়া ভালচার ব্রিডিং সেন্টার
৫। ভারতীয় একশৃঙ্গ গন্ডার পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যানে সবথেকে বেশি সংখ্যায় রয়েছে?
– জলদাপাড়া ন্যাশনাল পার্ক
৬। সুন্দরবন ছাড়া আর কোন জাতীয় উদ্যানটি Tiger Reserve বা ব্যাঘ্র অভয়ারণ্য মর্যাদাপ্রাপ্ত?
– বক্সা ন্যাশনাল পার্ক
৭। পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যানটি ১৯৮৭ সালে UNESCO World Heritage Site-এর মর্যাদা পায়?
– সুন্দরবন ন্যাশনাল পার্ক
৮। পশ্চিমবঙ্গের রাজ্য পশু মাছ-বাঘরোল বা Fishing Cat (prionailurus viverrinus) কোন জাতীয় উদ্যানে পাওয়া যায়?
– সুন্দরবন ন্যাশনাল পার্ক
৯। সুন্দরবন কবে Ramsar Site (আন্তর্জাতিক ভাবে গুরুত্বপূর্ণ জলাভূমি) ঘোষিত হয়?
– ৩০ শে জানুয়ারি, ২০১৯
১০। IUCN Red List -এ বিলুপ্তপ্রায় তালিকাভুক্ত রেড পান্ডা পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যানে পাওয়া যায়?
– নেওড়া ভ্যালি ও সিঙ্গালিলা ন্যাশনাল পার্কে
কুইজ প্রতিযোগিতা-২৫
পাঠকের জন্য প্রশ্নঃ
পশ্চিমবঙ্গের সর্বোচ্চ জাতীয় উদ্যান কোনটি?
অনেকেই বিভিন্ন গ্রুপে লিঙ্ক পাচ্ছেন না বলছেন তাই সকলের জন্য এই লিংকটা দেওয়া হল প্রতিদিন আপনারা এই লিঙ্কে ক্লিক করলে পেয়ে যাবেন “কুইজের খোঁজ খবর” ও ” কুইজ প্রতিযোগিতা” ।
https://ezeropoint.net/news/category/e-zero-point/competition
সঞ্চালকঃ অপূর্ব কুমার সু