26/04/2024 : 2:13 PM
ই-জিরো পয়েন্টপাঠকের কলম

করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধে ছাত্রছাত্রীদের সাথে সাথে শিক্ষক সমাজও ভালো নেই

মৌসুমী মুখার্জী


(শিক্ষিকা, মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যা মন্দির শাখা-২)

আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মক টেস্ট নিয়েছি দূরত্ব বিধি এবং করোনা সংক্রান্ত সকল প্রটোকল মেনেই l নির্বাচনের জন্য খাতা দেখে মূল্যায়নের আগেই স্কুল আবার বন্ধ হয়ে যাবার ফলে আমরা খাতা বাড়িতে নিয়ে চলে আসি l তারপর খাতা দেখে ওদের প্রাপ্ত নম্বর অনলাইন ক্লাসে ওদের দিয়েও দেন সকল শিক্ষক শিক্ষিকা l
ওরা কিন্তু পরীক্ষার প্রস্তুতি পুরোপুরি নিয়েও নিয়েছে l এখন যে সিদ্ধান্ত আগে নেওয়া হয়েছিল অর্থাৎ হোম সেন্টারে পরীক্ষা নেওয়া, সেটি কিন্তু করাই যেত অনায়াসে l মাধ্যমিকের তো প্রতিদিন একটি করে বিষয়ের পরীক্ষা হয় l সুতরাং সেক্ষেত্রে কেবল স্কুলের স্টুডেন্টস পরীক্ষা দিলে পরীক্ষার্থীর সংখ্যা নিয়ে সমস্যা হত বলে মনে হয় না l দূরত্ব মেনেই ওদের বসানো এবং পরীক্ষা নেওয়া যেতেই পারত l
আর উচচ মাধ্যমিকের ক্ষেত্রে নানা বিষয়ের একদিনে পরীক্ষা না নিয়ে এক এক দিনে কলা বিভাগ, বিজ্ঞান বিভাগ এবং বাণিজ্য বিভাগের একটি করে বিষয়ের পরীক্ষা রাখলেই পরীক্ষার্থীর সংখ্যাটা নিয়ন্ত্রণে রাখা যেত l এসব না চিন্তা ভাবনা করে কেবল সর্ব ভারতীয় বোর্ড গুলি পরীক্ষা বাতিল করায় রাজ্য যে সিদ্ধান্ত নিল দুটি বোর্ড পরীক্ষা নিয়ে, সেটা দুর্ভাগ্যজনক l
পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত ঘোষণার সাথে সাথে যথারীতি সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেছে শিক্ষকদের মুণ্ডুপাত করা l যেন শিক্ষকদের খাতা দেখতে হবে না, এই জন্যই বাতিল করা হল বোর্ড পরীক্ষা l শিক্ষক হিসেবে একথা বলতে পারি জোর গলায় যে আমার মতো দু দুটি বোর্ডের ( মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ) খাতা দেখতে হয় বেশির ভাগ শিক্ষককে l খাতা দেখা নিয়ে কোনোভাবেই কোনোদিন শিক্ষকদের কোনোরকম অনীহা থাকতে পারে না এবং নেই l এটা আমাদের সকলের পেশাগত দায়বদ্ধতা l গত বছর ও যে কটি বিষয়ের পরীক্ষা শেষ করা গেছিল উচ্চ মাধ্যমিকের, সেগুলি নির্দিষ্ট সময়ে আমরা সকলেই দেখে মূল্যায়ন করেছি l তার আগে এই একই পরীক্ষক মাধ্যমিকের খাতা দেখে নির্দিষ্ট সময়ে তার দায়িত্ব পালন করেছেন l
করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধে ছাত্রছাত্রীদের সাথে সাথে আমরা শিক্ষক সমাজ ও ভালো নেই মানসিক ভাবে l উঁচু ক্লাসের অনলাইন ক্লাস নিতে পারা গেলেও সরকারী সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে নীচু ক্লাসের পড়ুয়াদের কাছে পৌঁছাতে পারছি না l তার ওপর গরীব ঘরের ছেলেমেয়েদের অবস্থা আরও করুণ l এই দেড় বছরে শিক্ষা ব্যবস্থা যে কতটা ক্ষতিগ্রস্ত ,তা শিক্ষকদের থেকে ভালো কেউ বুঝবে না l
কদিন ধরে আমার নিজের অনলাইন ক্লাসে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পড়ুয়াদের মধ্যে যে অস্থিরতা দেখে চলেছি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তায়, তাতে মানসিক ভাবে প্রতিটি মুহূর্তে আমি ও বিচলিত থেকেছি l জানি না এদের মূল্যায়নের বিষয়ে কী চিন্তা ভাবনা হবে l জানি না এই ছোট ছোট ছেলেমেয়েগুলোর ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে l
তবে সোশ্যাল মিডিয়ায় পরীক্ষা বাতিলের সরকারি সিদ্ধান্ত ঘোষণার সাথে সাথে শিক্ষকদের যেভাবে বিদ্রুপ করা এবং অপমান করা শুরু হয়েছে, তার তীব্র প্রতিবাদ করছি l  অবিলম্বে এটা বন্ধ হওয়া দরকার l
 

Related posts

ফিরে দেখাঃ শব্দগুচ্ছ যা অনুপ্রেরণা দেয় চলার পথে

E Zero Point

কুইজের খোঁজ খবর ও প্রতিযোগিতা-২০ (তৃতীয় সপ্তাহ)| বিষয়ঃ তেলেঙ্গানা

E Zero Point

সুপ্রভাত, শুভ হোক সবকিছু…..

E Zero Point

মতামত দিন