27/04/2024 : 3:52 AM
ই-জিরো পয়েন্টকুইজপ্রতিযোগিতা

কুইজের খোঁজ খবর ও প্রতিযোগিতা-২০ (তৃতীয় সপ্তাহ)| বিষয়ঃ তেলেঙ্গানা

কুইজের খোঁজ খবর ও কুইজ প্রতিযোগিতা-২০

আজ শুরু হল তৃতীয় সপ্তাহ। “কুইজের খোঁজ খবর” ও ” কুইজ প্রতিযোগিতা” -প্রতিদিন কিছু বিষয়ে কুইজের খোঁজ খবর দেবো আমরা ও তার সাথে থাকবে একটি প্রশ্ন। যার উত্তর আমাদের ওয়াটসঅ্যাপ 7797331771  নাম্বারে  পাঠাতে হবে।

আমরা প্রতিদিন এবার থেকে দুপুর ১২টায় পোষ্ট করব এবং আপনাকে রাত ১২টার মধ্যে উত্তর দিতে হবে।

নিয়মাবলীঃ


১) সবথেকে প্রথম দশজনের সঠিক উত্তর আমরা গ্রহণ করবো।
২) প্রশ্ন সহ ও আপনার উত্তর টাইপ করে পাঠাবেন।
৩) আপনার নাম, ঠিকানা ও ছবি পাঠাবেন।
৪) প্রতিদিনের প্রথম ১০জন সঠিক উত্তরদাতার নাম ও ছবি প্রকাশিত হবে।
৪) প্রতি সপ্তাহে সবথেকে বেশি উত্তরদাতার জন্য থাকবে ই-শংশাপত্র ও আকর্ষণীয় পুরস্কার।
৫) আপনার উত্তর রাত ১২টার মধ্যে ওয়াটসঅ্যাপ করতে হবে


ওয়াটসঅ্যাপ এই ভাবে করুনঃ
# কুইজ প্রতিযোগিতা নং-
# উত্তর
# আপনার নাম
# আপনার ঠিকানা
# আপনার ছবি
ওয়াটসঅ্যাপ 7797331771


সাপ্তাহিক কুইজ বিজেতা সোনালী কাবাসীকে শুভেচ্ছা স্বরুপ ১০১/- টাকা দেওয়া হল।



কুইজ প্রতিযোগিতা-১৯- উত্তর

প্রশ্নঃসন্তান জন্মানোর পরেই স্তন্যপায়ী প্রাণীর ম্যামারী গ্ল্যান্ড থেকে নিঃসৃত প্রথম দুধ নবজাতকের কাছে অমৃতসমান। এই দুধকে কি বলে?
উত্তরঃ Colostrum

সঠিক উত্তরদাতা

মুস্তাক মুর্শেদ, মুর্শিদাবাদসাগ্নিক কুমার ভুঁই, বাঁকুড়াসুব্রত মজুমদার, বড়শুল, পূর্ব বর্ধমানআব্দুল হিল সেখ, রঘুনাখ গঞ্জ, মুর্শিদাবাদআমিরুল আলি, রায়না, পূর্ব বর্ধমানসোনালী সেন কাবাসি, রসুলপুর, পূর্ব বর্ধমনানডঃ সায়ন ভট্টাচার্য , কলকাতাসকল অংশগ্রহণকারীকে জিরো পয়েন্ট-এর পক্ষ থেকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা

সকল অংশগ্রহণকারীকে জিরো পয়েন্ট-এর পক্ষ থেকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। পেজটি আপনার টাইমলাইনে শেয়ার করুন ও আমাদের ফেসবুক পেজ Zero Point- জিরো পয়েন্ট লাইক করুন।


কুইজের খোঁজ খবর-২০

দক্ষিণ ভারতের মোটামুটি মধ্যভাগে অবস্থান তেলেঙ্গানা রাজ্যের। এটি আকারের দিক থেকে ভারতের এগারোতম ও জনসংখ্যায় ভারতের বারোতম রাজ্য। ২রা জুন ২০১৪ তারিখে অন্ধ্রপ্রদেশের উত্তর-পশ্চিম দিক থেকে পৃথক হয়ে ২৯ তম রাজ্য হিসাবে তেলেঙ্গানা রাজ্যের জন্ম হয়।

আজকের বিষয়ঃ তেলেঙ্গানা

১। তেলেঙ্গানার সীমানায় কোন কোন রাজ্য রয়েছে?
– উত্তরে মহারাষ্ট্র, পূর্বদিকে ছত্তিসগড়, পশ্চিমে কর্ণাটক ও পূর্ব ও দক্ষিণ দিক জুড়ে অন্ধ্রপ্রদেশ।

২। তেলেঙ্গানা রাজ্যের রাজধানী কি?
– হায়দ্রাবাদ

৩। তেলেঙ্গানার সরকারি প্রতীকে কোন দুটি বিখ্যাত দ্রষ্টব্য স্থান পেয়েছে?
– কাকতীয় কলা থোরানাম বা ওয়ারাঙ্গল গেট ও চারমিনার

৪। ভারতের যে বারোটি রাজ্যের Official State Song আছে তার মধ্যে তেলেঙ্গানা একটি। ২০১৪ সালে “জয় জয় হে তেলেঙ্গানা” গানটি এই স্বীকৃতি পায়। গানটির রচয়িতা কে?
– আন্দে শ্রী

৫। IUCN Red List-এ Least concern-এর অন্তর্ভুক্ত কোন পাখিটি তেলেঙ্গানা রাজ্যের জাতীয় পাখির মর্যাদাপ্রাপ্ত?
– Indian Roller ( coracias benghalensis)

৬। স্বাধীনতার অব্যবহিত পরে হায়দ্রাবাদের ভারতের সাথে যোগদান বিষয়ে হিন্দু প্রজা ও হায়দ্রাবাদের নিজামের মধ্যে যে দ্বন্দ্বমূলক পরিস্থিতি তৈরি হয় তা থামাতে ভারত সরকার একটি সেনা অভিযান করে। অভিযানের code name কি ছিল?
– অপারেশন পোলো

৭। হায়দ্রাবাদ কবে ভারতের সাথে যোগদান করে?
– ১৭ ই সেপ্টেম্বর ১৯৪৮

৮। রাজ্যগুলির ভাষাভিত্তিক পুনর্বিন্যাসের সময় তেলেঙ্গানা অঞ্চলটিকে অন্ধ্র স্টেটের সাথে জুড়ে অন্ধ্রপ্রদেশ রাজ্যটি তৈরি হয়। কত সালে?
– ১৯৫৬

৯। হাওড়া থেকে সেকেন্দ্রাবাদ যাতায়াত করে ফলকনামা এক্সপ্রেস। ফলকনামা আসলে কি?
– একটি প্রাসাদ বা অট্টালিকা। উর্দু শব্দটির বাংলা তর্জমা হল ‘আকাশের মতো’ বা ‘আকাশের আয়না’। নবাব স্যার ভিকার-উল-উমরা নির্মিত প্রসাদটি নিজামের দখলে থাকাকালীন অভিজাত অতিথি আলয় হিসাবে ব্যবহৃত হত। ২০১০ সাল থেকে এটি বিলাসবহুল হোটেলে রূপান্তরিত হয়েছে

১০। তেলেঙ্গানায় অবস্থিত কোন বিখ্যাত দুর্গ ১৬৮৭ সালে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের বিখ্যাত আট মাস ব্যাপী হানায় ধ্বংস হয়ে যায়?
– গোলকুণ্ডা দুর্গ

কুইজ প্রতিযোগিতা-২০


পাঠকের জন্য প্রশ্নঃ

তেলেঙ্গানার প্রথম মুখ্যমন্ত্রী কে?


সঞ্চালকঃ অপূর্ব কুমার সু


 

Related posts

ফিরেদেখা | ২ সেপ্টেম্বর ২০২২

E Zero Point

এক নজরে দেখে নিন ১৫ দিনের বাছাই করা সংবাদঃ জিরো পয়েন্ট পাক্ষিক সংবাদ পত্র – ৫ জুলাই ২০২২

E Zero Point

ফিরে দেখাঃ শব্দগুচ্ছ যা অনুপ্রেরণা দেয় চলার পথে

E Zero Point

মতামত দিন