নূর আহামেদ, মেমারিঃ করোনা মোকাবিলায় লকডাউনের পঞ্চম পর্যায় ও আনলক-1-এর বিধিনিষেধ যতই শিথিল হচ্ছে ততই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।
আজ মেমারি থানা এলাকায় তিন জন করোনা পজিটিভ হল।
মেমারি থানার অন্তর্গত সাতগেছিয়ার কাটনা গ্রামে ১ জন, শোভনা গ্রামে ১ জন ও মেমারি পৌরসভার সংলগ্ন তক্তিপুর গ্রামে ১ জন।
ঘটনায় প্রকাশ তিনজনেই পরিযায়ী শ্রমিক যারা বেশ কয়েকদিন আগে ভিন রাজ্য থেকে মেমারি ফিরেছিল।