নূর আহামেদ, মেমারিঃ গত ৩১ মে মেমারি-২ ব্লকের তরুল পুর গ্রামে দিনমজুরের পাশে এসে দাঁড়ালো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেমারি শাখা ও পশ্চিমবঙ্গের সরকারী কর্মচারী সমিতি সমূহের রাজ্য কো-অর্ডিনেশন কমিটি। সকাল থেকেই প্রাকৃতিক দুর্যোগকে সাথে নিয়ে সংগঠনের সদস্যরা আমফান ও লকডাউনের ফলে প্রভাবিত দিন-আনে-দিন খায় মানুষের জন্য খাদ্য সামগ্রী নিয়ে পৌঁছে যায়। ৬৩টি পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয়। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন অভিজিৎ রায়, অমিত বিশ্বাস, সুদীন ভট্টাচার্য, অভিজিৎ দেয়াসী, সুমন চ্যাটার্জী ও প্রমুখ।