27/04/2024 : 5:58 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমন্তেশ্বর

মানুষকে যাত্রা মুখী করতে অভিনব উদ্যোগ

জিরো পয়েন্ট নিউজ, মৃত্যুঞ্জয় যশ, মন্তেশ্বর,  ১০ জুলাই ২০২২:


সিরিয়াল ও মোবাইলের যুগে গ্রাম অঞ্চলথেকে মানুষ মুখ ফেরাচ্ছেন প্রাচীন শিল্প যাত্রা থেকে। তাই মানুষকে যাত্রা মুখী করতে নিজের গাঁটের টাকা খরচ করে অত্যাধুনিক গল্পের যাত্রার বই লিখছেন কালনার হাটগাছ গ্রামের বাসিন্দা পেশায় মুদি দোকানের ব্যাবসায়ী রানা ভট্টাচার্য।তার লেখা বইয়ের ওপর অভিনয় করে যাত্রা শিল্পীদের ঝুলিতে এসেছে সম্মান ও উপার্জন। যাত্রার জনক বলাহয় কালনার পূর্বস্থলীর মতিলাল রায় কে,সেই কালনায় যাত্রাকে বাঁচাতে লড়াই চালিয়ে যাচ্ছেন রানা ভট্টাচার্য । ছোট বেলা থেকেই যাত্রার প্রতি ভীষণ ঝোক ছিল কালনার হাটগাছ গ্রামের রানা বাবুর,পেশায় মুদির দোকান চালান কিন্তু নেশা যাত্রার।

যত দিনযাচ্ছে টিভি সিরিয়াল ও সোশ্যাল মিডিয়ার দিকে ঢলেপড়ছেন মানুষ, সেই কারণের জন্যে সাধারণ মানুষ মুখ ফিরিয়েছে যাত্রার থেকে, একসময়ে খুব সম্মান অর্জন করেছিল কালনা মহকুমা এলাকার যাত্রা শিল্পীরা,ফের সেই মানুষদের যাত্রা মুখী করতে নিজের পকোটের টাকা খরচ করে নানান চিন্তা ভাবনার মাধ্যমে রানা বাবু নিজেই জীবন মুখী নতুন নতুন বই লিখছেন। এখনও পর্যন্ত ১৩ টির বেশি বই লিখেছেন যার ওপর অভিনয় করে যাত্রা শিল্পীদের ঝুলিতে অনেকটাই সম্মান এসেছে,কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুরষ্কিত হয়েছেন নাট্যকার (লেখক) রানা ভট্টাচার্য।

Related posts

সরকারী প্রকল্পের প্রচারাভিযান পূর্বস্থলীতে

E Zero Point

ডাম্পারে ধাক্কায় মৃত্যু হল গরু ব্যবসায়ী ও একটি গরুর

E Zero Point

সাইন্স সেমিনার পূর্বস্থলীতে

E Zero Point

মতামত দিন