18/09/2024 : 7:51 AM
আমার বাংলাজামালপুরদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

জামালপুরের নবগ্রামের পরিযায়ী শ্রমিক করোনা আক্রান্ত

আহাম্মদ মির্জা, জামালপুরঃ পূর্ব বর্ধমানের জামালপুরের আঝাপুর পঞ্চায়েতের নবগ্রামের উড়িষ্যা পাড়ার এক পরিযায়ী শ্রমিকের করোনা পজিটিভ ধরা পড়লো। ২২ বছরের এই যুবক বেশকিছুদিন আগে মুম্বাই থেকে ফিরেছিলেন। সরকারী নির্দেশ থাকা সত্বেও নবগ্রামের প্রাইমারী স্কুলে কোয়ারিন্টন সেন্টার করতে দেওয়া হয়নি তাই গ্রামে ঢোকার পর ঐ যুবক নিজ নিবাসে হোম কোয়ারিন্টনে ছিলেন। তার লালারস পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেল আজ।

ইতিমধ্যে জামালপুর থানার পুলিশ ও আশাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গেছেন এবং তার প্রাথমিক ও পরোক্ষ সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিতকরন শুরু করে দিয়েছেন।  প্রশাসন থেকে গোটা এলাকা সীল করে দেওয়া হয়েছে। করোনা আক্রান্ত যুবকে দুর্গাপুর কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে ও পরিবারের লোকজনদের জামালপুর কোয়ারিন্টন সেন্টারে।

প্রসঙ্গগত উল্লেখ্য এখনও পর্যন্ত জামালপুর থানা এলাকার ৩ জন করোনা আক্রান্ত হলেন।


Related posts

মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী

E Zero Point

শ্বশুরবাড়ির অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী জামাই

E Zero Point

মেমারিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে স্বাস্থ্যকর্মীর মৃত্যু

E Zero Point

মতামত দিন