29/03/2024 : 11:04 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গমগরাহুগলি

সাগরদ্বীপের অসহায় মানুষের পাশে রঙিন পথ

জিরো পয়েন্ট নিউজ সুব্রত দে, মগরা, ১৯ জুন ২০২১:


বিগত ২৬শে মে যশ ঝড়ের ফলে পশ্চিম বঙ্গের উপকূলবর্তী অঞ্চল ও সুন্দরবন এলাকায় বিরাট জলোচ্ছাস দেখাযায় । যার ফলে এখনো অনেক মানুষ ঘরছাড়া । তার ব্যাপক প্রভাব পড়েছে দক্ষিণ চব্বিশ পরগনার সাগর দ্বীপ অঞ্চলে। গৃহহীন সেই সকল মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়েছে মগরা অঞ্চলে একটি স্বেচ্ছাসেবী সংগঠন রঙিন পথ। তারা তাদের মানবিক হৃদয় নিয়ে সাগরদ্বীপের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।

বিপদসংকুল মুড়িগঙ্গা নদী পাড়করে পৌঁছে গিয়েছে সাগর সঙ্গমে কপিল মুনির আশ্রমের পার্শবর্তী অসহায় মানুষের কাছে। সেখানে তারা ১৫০ পরিবারের হতে ত্রান তুলে দেয়।

এই কাজ করতে গিয়ে তাদের অনকে প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয়, কিন্তু তারা মানসিকভাবে দৃঢ়প্রতিজ্ঞ ।

Related posts

আমফান ও করোনা নিয়ে বিজেপি বাংলাকে বদনাম করছে, আমরা মানুষের সেবা করছিঃ বিধায়িকা নার্গিস বেগম

E Zero Point

কালনায় শ্রমজীবী মানুষের লড়াইয়ে জোরদারের আহবান

E Zero Point

রেল সহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের প্রতিবাদে কনভেনশন

E Zero Point

মতামত দিন