09/12/2023 : 2:19 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

পূর্বস্থলীতে কেন্দ্রীয় অর্ডিন্যান্সের বিরুদ্ধে মিছিল ও স্মারকলিপি

 আলেক শেখ, কালনা, ১৬ জুনঃ অত্যাবশ্যকীয় কৃষি পণ্যের দাম ও সরবরাহের  উপর নিয়ন্ত্রণ তুলে নেওয়ার যে অর্ডিন্যান্স কেন্দ্র সরকার জারি করেছে,  দেশের খাদ্য নিরাপত্তার স্বার্থে এই অর্ডিন্যান্স বাতিল  সহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার পূর্বস্থলী ও কালনার বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।  বাম গন সংগঠনগুলির পূর্বস্থলী এরিয়া কমিটির  উদ্যোগে এদিন বিডিওকে গন ডেপুটেশন দেওয়া হয়। প্রায় সহস্র মানুষের জমায়েতে দাবিগুলোর সমর্থনে বক্তব্য রাখেন –  রতন দাস, সহাদুল খান, নারায়ন দেবনাথ, প্রবীর মজুমদার, সুব্রত ভাওয়াল  প্রমুখ।  অন্যদিকে বিডিও নিকট ডেপুটেশন দিতে যান একটি  প্রতিনিধি  দল। এই দলে ছিলেন – মন্টু বিশ্বাস, সহাদুল খান, আলেয়া বেগম  প্রমুখ। স্মারকলিপি দেওয়ার আগে প্রতিনিধিরা দাবিগুলো নিয়ে বিডিও-র সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেন।  সিপিআইএম পার্টি কালনা শহর এরিয়া কমিটির উদ্যোগে এ দিন মিছিল সংঘটিত হয় । কালনার সাতগাছি গ্রাম পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন– অরবিন্দ চক্রবর্তী, ধীরেন হালদার, গৌতম দাস প্রমুখ।  কালনার বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন– সুভাষ নন্দী, ঈদ মহম্মদ দফাদার, শ্রীকুমার দুবে, মুক্ত মুর্মু প্রমুখ।

Related posts

ছাত্রযুবদের নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারে প্রতিবাদে বনধের জন্য মেমারিতে প্রচার

E Zero Point

সামাজিক দূরত্ব মেনে চালু হল বর্ধমান আদালত

E Zero Point

তৃণমূলের উদ্যোগে পালিত হলো রামনবমী

E Zero Point

মতামত দিন