28/11/2022 : 5:27 PM
BREAKING NEWS
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

পূর্বস্থলী বিডিও অফিসে সিপিআইএমের জমায়েত ও স্মারকলিপি

 আলেক শেখ, কালনা, ১৬ জুনঃ সিপিআই এমের পূর্বস্থলী-২ এরিয়া কমিটির  উদ্যোগে মঙ্গলবার কৃষকদের  ক্ষতিপূরণ, পরিযায়ী শ্রমিকদের একাউন্টে অর্থ প্রদান সহ  কয়েকটি দাবিতে বিডিওকে গন ডেপুটেশন দেওয়া হয়। প্রায় সহস্র মানুষের জমায়েতে দাবিগুলোর সমর্থনে বক্তব্য রাখেন –  বিন কাসিম সেখ,  বিধায়ক প্রদীপ কুমার সাহা, অশোক চৌধুরী  প্রমুখ।  অন্যদিকে বিডিও নিকট ডেপুটেশন দিতে যান একটি  প্রতিনিধি  দল। এই দলে ছিলেন – অশোক চৌধুরী,  রণজিৎ মাহাতো,  খগেন বিশ্বাস প্রমুখ। স্মারকলিপি দেওয়ার আগে প্রতিনিধিরা দাবিগুলো নিয়ে বিডিও-র সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেন।

                                                   

Related posts

অজয় নদ থেকে মৃতদেহ উদ্ধার

E Zero Point

মঙ্গলকোটে রক্তদান শিবির ও শীতবস্ত্র প্রদান

E Zero Point

মেমারিতে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী

E Zero Point

মতামত দিন