20/05/2024 : 6:27 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

দুয়ারে সরকারের কাজকর্ম দেখতে মেমারিতে মহকুমা শাসক

জিরো পয়েন্ট নিউজ – স্বদেশ মজুমদার, ৪ ডিসেম্বর, ২০২০:


মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। চলবে জানুয়ারি মাস পর্যন্ত। নজিরবিহীন এই উদ্যোগে দু’মাস সাধারণ মানুষের বাড়ির কাছেই শিবির গড়বে সরকারের বিভিন্ন দপ্তর। এক ছাতার তলায় মিলবে সেরা ১১টি প্রকল্পের পরিষেবা। জানানো যাবে যাবতীয় অভাব–অভিযোগ। রাজ্য জুড়ে গ্রাম পঞ্চায়েত থেকে পুরসভার ওয়ার্ড স্তর পর্যন্ত একাধিক শিবিরের আয়োজন করবে রাজ্য সরকার। ওই শিবির থেকে স্বাস্থ্য, শিক্ষার মতো সরকারি পরিষেবা সংক্রান্ত মানুষের যাবতীয় অভিযোগ শুনবেন প্রশাসনের আধিকারিকরা

গত বুধবার মেমারি কলেজে ১, ২, ও ৪ নং ওয়ার্ডের বাসিন্দাদের জন্য দুয়ারে সরকার আয়োজনের পর বৃহস্পতিবার মেমারি পৌরসভার ৩, ৫ ও ৬ নং ওয়ার্ডের জন‍্য ক‍্যাম্প করা হয় পথসাথীতে মানুষ আসেন সরকারী বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে।

দুয়ারে সরকারের কাজকর্ম দেখতে পথসাথীতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার মহকুমা শাসক সুদীপ ঘোষ, মেমারি পৌরসভার প্রশাসক স্বপন বিষয়ী, সুপ্রিয় সামন্ত, বিধায়িকা নার্গিস বেগম, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অচিন্ত্য চ্যাটার্জী সহ অন্যান্যরা।

 

Related posts

মাধ্যমিকে ‘পা দিয়ে’ লিখে স্বপ্ন জয় করার ইচ্ছা মেমারির ছাত্রের

E Zero Point

পথশ্রী অভিযানে মঙ্গলকোটে ২টি রাস্তা উদ্বোধন

E Zero Point

জুম্মাবারের নামাজ পড়ে ফেরার পথে গুলি লেগে মৃত্যু হল তৃণমূল কর্মীর

E Zero Point

মতামত দিন