03/05/2024 : 9:51 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

ভাতার গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে শুরু করল নিকাশি নালা সংস্কারের কাজ

আমিরুল ইসলামঃপূর্ব বর্ধমান জেলার ভাতার গ্রাম পঞ্চায়েতের উপর আস্থা ছেড়ে দিয়ে গ্রাম উন্নয়ন কমিটির উদ্যোগে শুরু হলো নিকাশি নালা সংস্কারের কাজ। ঘটনাটি ঘটেছে ভাতার গ্রাম পঞ্চায়েতের ভাতার গ্রামে।
গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে তারা গ্রাম পঞ্চায়েত কে জানিয়েছিল নিকাশি নালা সংস্কার করার জন্য কিন্তু কোন কাজ হয়নি পাশাপাশি তারা ভাতার ব্লক আধিকারিক কেউ লিখিত অভিযোগ জানান , তাতেও কোনো কাজ হয়নি । তাই অবশেষে নিজেদেরকে রক্ষা করতে ভাতার গ্রাম উন্নয়ন কমিটির উদ্যোগে জে.সি.বি দিয়ে শুরু হলো নিকাশি নালা সংস্কার কাজ । উল্লেখ্য লাগাতার বর্ষণের ফলে গ্রামের বেশকিছু কাঁচাবাড়ী, ধানের গোলা ও পুকুরের মাছ নষ্ট হয়ে গেছে। তাই তারা নিজেদের উদ্যোগে অবশেষে শুরু করল নিকাশি নালা সংস্কারের কাজ ।

Related posts

আয়ুর্বেদিক জীবাণুনাশক টানেল তৈরি হলো মেমারি ক্রিস্টাল মডেল স্কুলে

E Zero Point

পাঁচশো টাকার বিনিময়ে উচ্চমাধ্যমিক পাস!!! অভিযুক্ত প্রধান শিক্ষক

E Zero Point

মেমারিতে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালঃ কিষান মান্ডিগুলো এখন অস্ত্র বোম রাখার সেন্টার

E Zero Point

মতামত দিন