27/04/2024 : 6:56 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

মাস্ক মাস্ট – বর্ধমানের রাস্তায় নিয়ম ভাঙার খেলায় মত্ত মানুষ

পিন্টু প্যাটেল, বর্ধমানঃ মাস্ক মাস্ট। রাজ্য তথা কেন্দ্রীয় সরকার জানিয়েছেন করোনা প্রতিরোধে মাস্ক পরিধান অত্যাবশকীয়। তবুও নিয়ম না মানার খেলায় মেতেছে একশ্রেণীর মানুষ। রাস্তায় বেড় হলে, জনবহুল জায়গায় গেলে মাস্ক পড়তেই হবে সরকারি নির্দেশিকা জারি হওয়া সত্বেও শহুরে, শিক্ষিত মানুষজন তা মানছেন না।

বর্ধমানের কার্জনগেট চত্বর কিংবা বিসি রোড, বড়বাজার থেকে বীরহাটা বাজার সর্বত্রই চিত্রটা প্রায় একইরকম। মাস্ক ছাড়াই দিব্যি মানুষজন দেদার ঘুড়ে বেড়াচ্ছেন। কার্জনগেটের ট্রাফিক সিগন্যালে ট্রাফিক পুলিশ মাস্ক পড়তে বলে তার কতরকম বাহানা।
মুখে মাস্ক নেই কেন প্রশ্ন শুনে প্রথমটা থতমত, তারপর সটান উত্তর পড়েছিলাম, কিন্তু এখন খুলেছি। কারো আবার গলায় মাস্ক ঝুলছে। বলতেই তড়িঘড়ি গলার মাস্ক নাক, মুখ ঢাকছে। কেউ বলছেন ভুলে গিয়েছিলাম মাস্কটা পড়তে। আসলে নিয়ম না মানার, সরকারি নির্দেশিকাকে উপেক্ষা করার খেলায় এরা মত্ত। তাই মাস্ক মাস্ট কে ফুৎকারে উড়িয়ে দিয়েই দিব্যি সব রাস্তায় চলাফেরা করছে। ভীড়ে বাজার করছে। আর সামাজিক দূরত্ব সে তো নৈব নৈব চ। কে শোনে কার কথা। অথচ প্রতিদিনই রাজ্যে কিংবা গোটা দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। তবু নিয়ম ভাঙার খেলায় মত্ত মানুষ

 

Related posts

মদের দোকান খোলা কিন্তু স্কুল, কলেজ বন্ধ – বিক্ষোভ বর্ধমানে

E Zero Point

বর্ধমান রেলওয়ে স্টেশনে ফলস সিলিং ভেঙে আহত এক পরিযায়ী শ্রমিক

E Zero Point

ভোটের আগে পুরোহিতদের সমাবর্তন মেমারিতে

E Zero Point

মতামত দিন