জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বাঁকুড়া, ৯ অক্টোবর, ২০২০:
নিখিল বঙ্গ শিক্ষক সমিতি বাঁকুড়া জেলার প্রাক্তন সভাপতি, প্রাক্তন সম্পাদক ও বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান অনিলচরণ বিশ্বাসের জয়পুরের মাটির বাড়ি গতকাল মধ্যরাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে । অনিলচরণ বিশ্বাসের এক পুত্রবধূ ও নাতিকে উদ্ধার করা গেলেও ওনার দুই পুত্র ভগ্নস্তূপে চাপা পড়ে প্রয়াত হয়েছেন । অনিলচরণ বিশ্বাস বর্তমানে বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
অনিলবাবুর একপুত্র সন্তোষ বিশ্বাস পূর্ববর্ধমান জেলার বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির জেলা দপ্তর সহ অন্যান্য কয়েকটি সংগঠনের জেলা দপ্তরে সর্বক্ষণের কর্মী হিসেবে খুব সামান্য পারিশ্রমিকে কাজ করতেন, আর এক ভাই বেকার ।
উনার এক শুভাকাঙ্খী জানান, এই দুঃখের সময়ে একটি কথা না বললেই নয়, এই অনিল বাবু মানুষটি কেমন বেমানান! আজকের যুগে, পদে থেকে, নিজে কত শিক্ষিত বেকারকে চাকরি দিয়েছেন। নিজের ছেলেরা বেকার, দুস্থ। ঐ তো বাড়ি!
বামপন্থীদের সততা নিয়ে যারা অনেক সময় অযৌক্তিক প্রশ্ন করে, তাদের শিক্ষা নেওয়া উচিত।
বামপন্থী কর্মীদেরও শিক্ষা নেওয়ার মতো জ্বলন্ত উদাহরণ।
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, পূর্ব বর্ধমান জেলা এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত, প্রয়াত সন্তোষ বিশ্বাস, তাঁর ভাই এর প্রতি গভীর দুঃখ প্রকাশ করে, আহত অনিল বিশ্বাস এর দ্রুত আরোগ্য কামনা করেছে ।ওঁদের সমগ্র পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।