29/03/2024 : 1:58 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমন্তেশ্বর

বিরোধী শিবিরে ছেড়ে শতাধিক সিপিএম-বিজেপি কর্মীর যোগদান তৃণমূলে

জিরো পয়েন্ট নিউজ – সত্যনারায়ন সিকদার, মেমারি, ১৪ সেপ্টেম্বর ২০২০:


বিরোধী শিবিরে ভাঙন অব্যাহত | ২১এর ভোট যত এগিয়ে আসছে প্রত্যেকদিনই কোথাও না কোথাও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে দলবদলের প্রবণতা দেখা যাচ্ছে | কেউ গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুলে আবার কেউ তৃণমূল ছেড়ে বিজেপির পতাকা কাঁধে তুলে নিচ্ছে |
আজ মন্তেশ্বর ব্লকের শুশুনীয়া অঞ্চলের প্রায় ৩৫টি পরিবার সিপিএম ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন | মন্তেশ্বর ব্লকের শুশুনিয়া অঞ্চলে পশ্চিম মামুদপুর ফুটবল ময়দানে মঞ্চ থেকে তাঁদের হাতে দলের ঘাসফুল পতাকা তুলে দিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আহমেদ হোসেন সেখ | এছাড়াও এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শুশুনীয়া অঞ্চল সভাপতি ও জেলা যুব নেতা তন্ময় ব‍্যানার্জী সহ আর ও অনেকে |

আজকের অনুষ্ঠান থেকে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আহমেদ হোসেন সেখ বলেন যে, বিরোধী শিবিরে এতবড় ভাঙন শাসক দল তৃণমূলকে অনেকটাই অক্সিজেন দিতে সাহায্য করবে, আগামিদিনে আরও মানুষ তৃণমূলে যোগ দেবে |
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই তিনি আরো বলেন, মানুষের জন্যে যদি কাজ করতে চান, তাহলে তৃণমূলেই একমাত্র সেই সুযোগ পাবেন | তৃণমূল ক্ষমতায় আসার পর রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে যেমন স্বাস্থ্যব্যবস্থা থেকে শুরু করে শিক্ষাব্যবস্থা সমাজের সর্বক্ষেত্রেই তৃণমূলের উন্নয়ন তা দেখে এই সব ব‍্যাক্তিরা আপ্লুত | সুতরাং আজ তিনি তৃণমূলের পতাকা কাঁধে নিয়ে এই উন্নয়ন যজ্ঞে শামিল হয়ে মানুষের পাশে দাঁড়াতে চান |

Related posts

মালদহের হরিশ্চন্দ্রপুরে মমতা ব্যানার্জির নির্বাচনী জনসভা

E Zero Point

২০০০ বছরের প্রাচীন নন্দেশ্বরী দেবীর মন্দির কাটোয়ার নন্দীগ্রামে

E Zero Point

গ্রাহক পরিষেবা কেন্দ্রে আর্থিক তছরুপ ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার মেমারিতে

E Zero Point

মতামত দিন