25/04/2024 : 4:15 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

২০২১-এ সোনার বাংলা গড়বোঃ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ১৪ সেপ্টেম্বর, ২০২০:


আজ ভারতীয় জনতা পার্টির মেমারি নগর কমিটির ব্যবস্থাপনায় মেমারি শহরে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালকে সংবর্ধনা দেওয়া হল। উক্ত সভায় জাতীয় কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার সংখ্যালঘু সেলের সাধারন সম্পাদক তপন লায়েক সহ, জাতীয় কংগ্রেস, সি.পি.আই.এম, ও তৃণমূল কংগ্রেস থেকে প্রায় ৬০০ জন বিজেপিতে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। এছাড়াও ছিলেন পূর্ব বর্ধমান জেলার বিজেপি সভাপতি, মেমারি শহরের বিজেপি নেতা মানস কুমার মন্ডল সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।

২০২১ যতই এগিয়ে আসছে নির্বাচনের উত্তাপ ততই বাড়ছে। সম্প্রতি করোনা পরিস্থিতি ও আমফান দুর্নীতি নিয়ে রাজ্য সরকারের সামগ্রিক ব্যর্থতার নিয়ে সরব হয়েছিল বিরোধীরা। তার উপর রাজ্যে বিজেপি নেতা, সমর্থক থেকে শুরু করে মহিলা ও শিশুদের ওপর আক্রম বেড়েছে। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল তার বক্তব্যে উপস্থিত মহিলা মোর্চার সদস্যদের বলেন, অস্ত্র ধরতে বলবো না।তবে যদি কেউ আক্রমণ, ধর্ষণ, শ্লীলতাহানি করতে আসে তাহলে আপনারা মহিলারা একজোট হবেন এবং বাড়িতে থাকা আঁশ বটি হাতে তুলে নেবেন। নিজেদের আত্মরক্ষার স্বার্থে। তিনি আরও জানান বাংলার মহিলারা মা দুর্গার সমান দুষ্টের বিনাশে অস্ত্র ধরতে পিছপা হবেন না।শুধু বিজেপির মহিলারা আক্রান্ত হলেই নয়, তৃণমূল, সিপিএম বা কংগ্রেসের মহিলারা আক্রান্ত হলেও তিনি যাবেন, তাদের পাশে থেকে নারীজাতির রক্ষার জন্য লড়াই করবেন।

বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল জানান, আগামী ২০২১-এ বিজেপির নেতৃত্বে বাংলা সরকার গঠন হবে। সোনার বাংলা গড়বো আমরা।

 

Related posts

বিহার ভোটে মিমের ‘সাফল্য’ বাংলায় শাসকদলের ক্ষতির পূর্বাভাস? 

E Zero Point

পস্কো আইনের বই প্রকাশ

E Zero Point

জমি ব্যবসায়ীকে গুলি

E Zero Point

মতামত দিন