07/05/2025 : 12:57 AM
আমার বাংলাহুগলি

করোনা আক্রান্ত রোগীর দেহ দাহ করা নিয়ে উত্তেজনা বাঁশবেড়িয়া গন্ধেশ্বরী ঘাটে

সুমন চক্রবর্তী, হুগলী, ২৮ জুলাইঃ


হুগলীর বাঁশবেড়িয়া গন্ধেশ্বরী ঘাটে সোমবার রাতে পুলিশি প্রহরায় এক করোনা আক্রান্ত রোগীর দেহ দাহ করতে আনা হয়। অভিযোগ এই ঘাটে মাঝে মধ্যেই করোনা আক্রান্ত রোগীর দেহ এনে দাহ করা হচ্ছে রাতের দিকে। জনবসতি পূর্ন এলাকায় করোনা আক্রান্ত রোগীর দেহ দাহ করা যাবেনা এই দাবীতে এদিন পুলিশ কে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকাবাসী। কয়েক ঘন্টা আটকে রাখা হয় পুলিশ কর্মীদের। বারবার বুঝিয়েও কোনো ফল না হওয়ায় রাতের দিকে বাড়তি পুলিশ ফোর্স নিয়ে আসা হয় এলাকায়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ শুরু করে পুলিশ। পরে পুলিশি প্রহরায় দাহ করা হয় দেহটি।

Related posts

জামালপুরে চোলাই ঠেকের অভিযানে আফগারি দপ্তর

E Zero Point

ঘোষণা হল মাধ্যমিকের ফলপ্রকাশের দিনক্ষণ

E Zero Point

রেলের উচ্ছেদ অভিযানঃ মেমারিতে বিপাকে স্টেশন চত্বরের বাসিন্দা ও ব্যবসায়ীরা

E Zero Point

মতামত দিন