26/04/2024 : 6:31 AM
আমার বাংলা

সব ধর্মীয় উৎসব ও স্বাধীনতা দিবসে ছাড়, রাজ্যে কবে কবে সম্পূর্ণ লকডাউন জানুন

স্টাফ রিপোর্টার, কলকাতা, ২৮ জুলাইঃ


ইসলাম ধর্মের ইদ-উল-আযাহ ও মহরম, হিন্দু ধর্মের রাখী পূর্ণিমা ও গণেশ চতুর্থী এবং দেশের স্বাধীনতা দিবসের দিন বাদ দিয়ে আগামী আগষ্ট মাসে সপ্তাহে দুদিন সম্পূর্ণ লকডাউন ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ নবান্নে সাংবাদিক বৈঠকে দিনক্ষণ ঘোষণার কিছুক্ষণের মধ্যেই লকডাউনের দিনক্ষণ সংশোধন করে বলেন আগামী আগষ্ট মাসের ২ (রবিবার), ৫ (বুধবার), ৮ (শনিবার), ৯ (রবিবার), ১৬ (রবিবার), ১৭ (সোমবার), ২৩ (রবিবার), ২৪ (সোমবার), ৩১(সোমবার) তারিখ পর্যন্ত সম্পূর্ণ লকডাউন থাকবে রাজ্যে।

প্রসঙ্গত, আগামী শনিবার ইদ-উল-আযাহ উপলক্ষে লকডাউন জারি থেকে বিরত থাকলেও সমস্ত নিয়ম মেনেই সকলকে আনন্দ করার পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যবাসীর জন্য মুখ্যমন্ত্রীর পরামর্শ, ‘‘স্যানিটাইজার এবং হাতে গ্লাভস পরতে হবে সকলকে। বাজারে গিয়ে টাকা দেওয়ার সময়েও গ্লাভস ব্যবহার করতে পারলে ভাল হয়। অগস্ট মাসটা অবহেলা করবেন না। বাইরে থেকে ঘরে ঢুকে জামাকাপড় ধুয়ে ফেলতে হবে। বাইরের জুতো পরে ঘরে ঢুকবেন না।”

Related posts

আমি কোনও অন্যায় করিনি, বিজেপির চাল, আমাকে ফাঁসানো হয়েছেঃ ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়

E Zero Point

কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদসভা মঞ্চে বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগদান সাতগেছিয়ায়

E Zero Point

পিকনিকে মেতে উঠলেন বর্ধমানের প্রবীণরা

E Zero Point

মতামত দিন