27/04/2024 : 5:19 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কালনা পৌরসভায় বাঁচার পাঠ দিলেন সিপিআইএম পার্টি কর্মীরা

আলেক শেখ, কালনা,  ২৮  জুলাইঃ


  সিপিএইএমের কালনা এরিয়া কমিটির  উদ্যোগে মঙ্গলবার কালনা পৌরসভার ১২ ও ১৬ নম্বর ওয়ার্ডে  নিজেকে করোনার  হাত থেকে বাঁচার পাঠ দেওয়া হয়। পার্টি কর্মীরা এদিন বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের হাতে স্বাস্থ্যবিধির নির্দ্দেশিকা পত্র তুলে দেন। তাঁরা এদিন মানুষকে বোঝান–দেশের যা স্বাস্থ্য পরিকাঠামো তাতে সাধারণ মানুষ স্বাস্থ্য পরিষেবা পাবেন না। বিনা চিকিৎসায় মানুষের মৃত্যু মিছিল ইতিমধ্যেই  শুরু হয়ে গেছে। তাই কারো উপরে ভরসা না করে নিজে নিজেকেই বাঁচাতে শিখতে হবে। আর বাঁচার শিক্ষাটি হল– স্বাস্থ্য বিধির নিয়ম-নীতি- নির্দ্দেশ্যিকা মেনে চলা। বাঁচতে গেলে এটা আমাদের মেনে চলতেই হবে। এদিন ওয়ার্ড গুলির ঘিঞ্জি ও অপরিস্কার স্থানগুলোতে জীবাণুমুক্ত করতে স্প্রে করা হয়।  অপরিকল্পিত লকডাউনের ছেলেখেলায় সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থা একেবারে তলানিতে।  কাজ নেই, রোজগার নেই।  চরম অভাব এখন ঘরে ঘরে।  তাই সাধারণ মানুষকে বাঁচাতে সরকারকে কয়েকটি দাবি পূরণ করতে হবে। সেই আশু দাবিগুলো নিয়েও সাধারণ মানুষকে আওয়াজ তোলার আহবান জানানো হয়। এই কর্মসূচিতে অংশগ্রহন করেন–স্বপন ব্যানার্জি, অরুণাভ চক্রবর্তী, রাধেশ্যম দাস, নীরব খাঁ, সঞ্জিত মুখার্জি প্রমুখ।

Related posts

আলিপুরদুয়ার জেলায় সাধারণ ধর্মঘট সফল দাবি বাম নেতৃত্বের

E Zero Point

“পোস্ত চাষ করা যাবে না”

E Zero Point

জয় হিন্দ বাহিনীর উদ্যোগে শিক্ষক দিবস পালন মেমারিতে

E Zero Point

মতামত দিন