নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ গত ৮ জুন, সোমবার বর্ধমান স্টেশন চত্বরে এক সভার আয়োজন করা হয়। এদিন বর্ধমান সদর থানার আই সি পিন্টু সাহা বর্ধমান গোলাপবাগ পুলিশ ফাঁড়ি ট্রাফিক ওসি, এবং বর্ধমান বিরহাটা পুলিশ ফাঁড়ি ট্রাফিক ওসি , আরটিও বিভাগের আধিকারিক, জেলা শ্রমিক নেতা ইফতিকার আহমেদ, টোটো ইউনিয়ন নেতা অভিজিৎ নন্দী সহ অন্যান্য বিশিষ্ট মানুষদের পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জ্ঞাপনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সদর ইকো রিক্সা পুলার ইউনিয়নের সদস্যদের জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সরকারি নির্দেশ কিছু দেওয়া হয়েছে স্টিকারের মাধ্যমে। সেই স্টিকারের আনুষ্ঠানিকভাবে ওপেনিং করা হলো এবং এই স্টিকার প্রচার করা হল। বর্তমান পরিস্থিতিতে ইকো রিক্সা চালকদের বেশ কিছু স্বাস্থ্য বিধান মেনে রাস্তায় গাড়ি চালাতে হবে প্রত্যেক চালককে হ্যান্ড গ্লাভস ও মাস্ক ব্যবহার করতে হবে যাত্রীদের জন্য হ্যান্ড স্যানিটাইজার গাড়িতে রাখা বাধ্যতামূলক এবং মাস্ক অবশ্যই পড়তে হবে। ইকো রিকশাচালকের পাশে কোন প্যাসেঞ্জার বসানো যাবে না। এদিন সবার শেষে পুলিশ আধিকারিকরা প্রতিটি টোটো গাড়িতে একটি করে নির্দেশনামা লাগিয়ে দেন, যাতে চলাচলের সময় প্রতিটি টোটো চালক থেকে শুরু করে অন্যান্য সাধারণ মানুষের মধ্যে এই বার্তা পৌঁছে যায়। উক্ত স্টিকারে বিভিন্ন নির্দেশিকা লিপিবদ্ধ করা আছে। জেলা শ্রমিক নেতা জানালেন ৩০০০ টোটো চলে সবাইকে এই নিয়ম মেনে রাস্তায় ইকো রিকশা চালাতে হবে, অন্যথায় পুলিশ প্রশাসন আইন মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। টোটো ইউনিয়ন এর পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
পূর্ববর্তী পোস্ট