25/04/2024 : 4:29 PM
আমার বাংলা

নির্বাচন কমিশনকে তুলোধনা হাইকোর্টের! করোনা আবহে ভোটের আয়োজনে গাফিলতি

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, কলকাতা, ২২ এপ্রিল ২০২২:


করোনা বিধি মেনে ভোট প্রচার না হওয়ায় নির্বাচন কমিশনের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট৷ প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণণের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ অনুযায়ী, কমিশনের হাতে সব ক্ষমতা থাকা সত্ত্বেও একটি মাত্র নির্দেশিকা জারি করেই দায় এড়িয়েছে তারা৷

এ দিন টি এন শেষনের আমলের সঙ্গেও কমিশনের কাজকর্মের তুলনা টেনেছে৷কমিশনের অদক্ষতার উদাহরণ দিতে গিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘‘নির্বাচন কমিশনের হাতে অনেক ক্ষমতা রয়েছে। কিন্তু সেই ক্ষমতা কার্যক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে না। মনে হয় টি এন শেষনের কথা কমিশন ভুলে গিয়েছে। শেষনের ১০ শতাংশ কাজ এই কমিশন করতে পারবে কি না আমার সন্দেহ।’’

করোনা আবহে ভোট পিছিয়ে দেওয়ার দাবিতে দায়ের করা একাধিক জনস্বার্থ মামলার শুনানিপর্বে প্রধান বিচারপতি জানিয়েছে, কমিশন দায়সারা ভাবে কাজ করছে। বহু ক্ষেত্রে শুধুমাত্র নির্দেশিকা জারি করেই দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। সঠিক ভাবে করোনা বিধি মানা হচ্ছে কি না, সে বিষয়ে নজরদারি হচ্ছে না। এ ভাবে মানুষের উপর সব দায়িত্ব ছেড়ে দিয়ে দায়মুক্ত হওয়া যায় না।

 

আদালত এ দিন স্পষ্ট করে দিয়েছে, নিছক বিজ্ঞপ্তি জারি করে নেয়, করোনা বিধি মেনেই যাতে রাজনৈতিক দলগুলির প্রচার হয়, তা নিশ্চিত করতে দৃঢ় পদক্ষেপ করতে হবে নির্বাচন কমিশনকে৷প্রসঙ্গত করোনার বাড়বাড়ন্তের পরই পঞ্চম দফার ভোটের আগে করোনা বিধি মেনে প্রচারে নতুন করে নির্দেশিকা জারি করেছিল কমিশন৷ প্রচারের সময় কমিয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত করতে বলা হয়েছিল৷

পাশাপাশি, ভোটগ্রহণের ৭২ ঘণ্টা আগে প্রচার শেষ করার নির্দেশও বলবৎ রয়েছে৷ যদিও এই নির্দেশই যথেষ্ট নয় বলে মনে করছে কলকাতা হাইকোর্ট৷ কারণ কমিশন নির্দেশ দিলেও বাস্তবে করোনা বিধি মানার বিষয়ে উদাসীনতা দেখাচ্ছেন বহু প্রার্থী এবং রাজনৈতিক কর্মীরা৷ তবে তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট, কংগ্রেসের মতো প্রথমসারির দলগুলি বড় জনসভায় ভিড় এড়াতে নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়েছে৷

 

Related posts

বর্ধমান শহরে করোনা সংক্রমণ কমলো, আক্রান্ত ৭৮, জেলায় ৩২৯

E Zero Point

তৃণমূলনেত্রী সুজাতা খাঁ মণ্ডলের রোড শো

E Zero Point

স্বামীকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা স্ত্রীর

E Zero Point

মতামত দিন