26/04/2024 : 4:03 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

সোঁদা মাটি ও শিউলি ফুলের গন্ধে, লাহাবাড়ীর ঠাকুর দালান উমার প্রতীক্ষায়

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক১৫ সেপ্টেম্বর, ২০২০:


প্রায় ২০০ বছরের পুরাতন পূর্ব বর্ধমান জেলার মেমারি শহরের দত্তপাড়ার লাহাবাড়ীর দুর্গাপুজো। পারিবারিক সূত্রে জানা যায় যে, স্বর্গীয় মাখনলাল লাহার স্বপ্নে দেবী মা দুর্গা একদিন আদেশ দেন, মায়ের প্রতিষ্ঠা করবার জন্য। সেই সময় মাখনলালবাবুর আর্থিক অবস্থা ভালো ছিল না। ডাব বিক্রি করে তিনি মায়ের জন্য ঘটে পুজো শুরু করেন। ধীরে ধীরে তার আর্থিক উন্নতি সাধন হয়। পরে তিনি পাকা দালানবাড়ী বানিয়ে সেখানে সাবেকিমতে একচালার দুর্গাপুজো করেন। ২০০ বছর ধরে সেই থেকে এই বাড়ীতে পুজো হয়ে আসছে।

স্বর্গীয় মাখনলাল লাহা এই দালানবাড়ীর প্রাঙ্গণে একটি শিউলি গাছ রোপন করে যান সেই গাছ এখনও জীবিত এবং মায়ের আগমনের পূর্বে তার সুমিষ্ট সুগন্ধে ভরে যায় দালানবাড়ীর প্রাঙ্গণ। শিউলি ফুল দিয়েই মায়ের ৫ দিনের পুজো সম্পন্ন হয় ও দশমীর দিন সিঁদুর খেলার মাধ্যমে বিসর্জন হয় পাশের পুকুরে। বর্তমানে লাহাবাড়ীর প্রজন্ম এই পুজোর হাল ধরেছেন ভক্তি নিষ্ঠার সাথে।

Related posts

মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু মেমারিতে

E Zero Point

পাঁচশো বছরের পুরাতন মন্দিরের সংস্কার পূর্বস্থলীতে

E Zero Point

রাস্তার দাবিতে মহিলাদের ডেপুটেশন মেমারিতে

E Zero Point

মতামত দিন