09/12/2023 : 2:58 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

তৃণমূল যুবনেতার মানবিক প্রয়াস বর্ধমানে

নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ করোনা মোকাবিলায় পূর্ব বর্ধমানের দাঁইহাট শহরে তৃণমূল যুব কংগ্রেস নেতা শুভেন্দু ওরফে সুমন দাসের উদ্যোগে “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” কর্মসূচি চলছে। এক মাস ব্যাপী এই কর্মসূচির অঙ্গ হিসেবে দুঃস্থ ও অসহায় মানুষকে খাদ্যদ্রব্য প্রদান সহ বাড়ি বাড়ি রান্না করা খাবার বিলি করার পর এখন শহরজুড়ে বিভিন্ন স্কুল, পাঠাগার, ক্লাব, মন্দির প্রভৃতি স্যানিটাইজেশনের কাজ চলছে জোরকদমে। জেলা তৃণমূল যুব কংগ্রেসের নেতা তথা জেলা তৃণমূল ছাত্র পরিষদের উপদেষ্টা শুভেন্দু ওরফে সুমন দাস বলেন, অত্যাধুনিক মেশিনের সাহায্যে আমরা দাঁইহাটের বিভিন্ন স্কুল সহ ক্লাব, মন্দির প্রভৃতি বিনামূল্যে স্যানিটাইজ করে দিচ্ছি। এদিন দাঁইহাটের ২ নং ওয়ার্ডের চৌধুরীপাড়া জিএসএফপি স্কুলের প্রধান শিক্ষক ননীগোপাল মণ্ডল বলেন, সুমন দাস তাঁর সহকর্মীরা আমাদের স্কুল সুন্দরভাবে স্যানিটাইজ করে দেওয়ায় আমরা তাঁদের কাছে কৃতজ্ঞ। তৃণমূল যুব কংগ্রেস নেতা সুমন দাসের এই উদ্যোগে শহরজুড়ে ব্যাপক আলোড়ন পড়ে গেছে।

Related posts

মোবাইল চোর সন্দেহে পিটিয়ে খুন ভাতারে

E Zero Point

মেমারিতে তৃণমূলের গ্রামীন কর্মীসভা

E Zero Point

মহারাষ্ট্র থেকে বাংলায় করোনা নিয়ে আসছে রেল, সংক্রমণ হলে দায় কে নেবেঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

E Zero Point

মতামত দিন