জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১০ অগাষ্ট ২০২৪ :
গতবছর ১০ই আগস্ট মেমারি ১ ব্লকের অন্তর্গত ১০ টি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের বোর্ড গঠন হয়েছিল। প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আমাদপুর, নিমো-১, নিমো-২, দলুইবাজার-১, দলুইবাজার-২, দুর্গাপুর, বাগিলা, দেবীপুর, গন্তার-১ ও গন্তার ২ পঞ্চায়েতে শনিবার সকাল থেকে বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ ও মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী।
জানা যায় প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ১০টি পঞ্চায়েত ভবনগুলি সুদৃশ্য আলোকসজ্জায় সেজে উঠেছে। এদিন বিভিন্ন পঞ্চায়েত অফিসে চারা গাছ প্রদান, বস্ত্র বিতরণ সহ একাধিক সামাজিক কর্মসূচী গ্রহণ করা হয়েছে বলে জানা যায়।
এছাড়াও প্রতিটি গ্রাম পঞ্চায়েতের এক বছরের কাজের খতিয়ান তুলে ধরা হয় ও আগামী এক বছরে বিভিন্ন প্রকল্পের প্রতিশ্রুতি দেওয়া হয়।