03/05/2024 : 6:34 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

পূর্ব বর্ধমানে খেলার মাঠে আগুন, এলাকায় চাঞ্চল্য

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ২৩ সেপ্টেম্বর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের অন্তর্গত ধরমপুর গ্রামের যুব সংঘ ক্লাবের নিজস্ব একটি খেলার মাঠ রয়েছে। সেই খেলার মাঠের ঘাসের মধ্যে আগুন লাগিয়ে দিল কে বা কারা এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

উল্লেখ্য খেলার মাঠে পূর্বদিকে একটি পাড়া রয়েছে ।সেই পাড়ার লোকেদের দাবি খেলার মাঠের দক্ষিন দিকে একটি রাস্তা ছাড়তে হবে ক্লাব কর্তৃপক্ষকে। কারণ ওই পাড়ার লোকজন ভালোভাবে যাতায়াত করতে পারছে না। রাস্তা না ছাড়ার জন্য ক্লাব কর্তৃপক্ষ ও খেলার মাঠের পূর্বদিকে যে পারা রয়েছে তাদের মধ্যে বিবাদ বাধে। তারই জেরে এই খেলার মাঠে আগুন বলে দাবি স্থানীয়দের।


ঘটনাস্থলে আসে ভাতার থানার পুলিশ পরিস্থিতি দেখে তদন্ত শুরু করেছে কে বা কারা খালা খেলার মাঠে আগুন লাগালো। ধরমপুর যুব সংঘ ক্লাবের সভাপতি শেখ জিয়াউদ্দিন আহমেদ জানান, আজ আমরা সকালে দেখতে পাই খেলার মাঠে কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে ।আমরা এই বিষয়টি লিখিতভাবে জানাবো ভাতার থানা কে। সবারই নজরে আসে বলে খেলার মাঠের পাশে থাকা যে গাছ রয়েছে সেই গাছগুলি বেঁচে গেছে তা না হলে গাছ গুলো পুড়ে যেত।

Related posts

মা ক্যাণ্টিনের সুযোগ যেন প্রকৃত দুস্থরা পায়ঃ গুসকরায় চালু হলো ‘মা ক্যাণ্টিন’

E Zero Point

মেমারিতে আবার ডাকাত সন্দেহে গ্রেফতার ২

E Zero Point

মেমারি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী হলেন মধুসূদন ভট্টাচার্য

E Zero Point

মতামত দিন