05/05/2024 : 6:33 PM
আমার বাংলাখণ্ডঘোষদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

১০ বছরের সাফল্যের খতিয়ান পেশ খন্ডঘোষে

জিরো পয়েন্ট নিউজ – কল‍্যাণ দত্ত, খন্ডঘোষ, ১৩ ডিসেম্বর ২০২০:


পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত খণ্ডঘোষ ব্লকের শাকারি দু নম্বর গ্রাম পঞ্চায়েতে শুরু হল বঙ্গধনী যাত্রা কর্মসূচি। বঙ্গ ধনী যাত্রার শুরুতেই শাঁখারী-২ নম্বর পঞ্চায়েতের তেলুয়া শিকারপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ বেদীতে মাল্যদান করেন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ। এছাড়াও শহীদ বেদীতে মাল্যদান করেন সগড়াই গ্রাম পঞ্চায়েত প্রধান শুভেন্দু পাল, খণ্ডঘোষ ব্লকের সংখ্যালঘু সেল এর সভাপতি সইফুদ্দিন চৌধুরী সহ আরও অন্যান্য নেতৃত্বরা। রাজ্যের প্রতিটি ঘরে ঘরে পশ্চিমবঙ্গ সরকারের বিগত ১০ বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরা হচ্ছে বঙ্গধনী যাত্রা কর্মসূচির মাধ্যমে। মানুষের কাছে আরও বেশি করে একাধিক প্রকল্প পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই কর্মসূচি বলে জানা যায় ।পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত খণ্ডঘোষ ব্লকের শাকারি দু নম্বর গ্রাম পঞ্চায়েতে শুরু হল বঙ্গধনী যাত্রা কর্মসূচি। বঙ্গ ধনী যাত্রার শুরুতেই শাঁখারী-২ নম্বর পঞ্চায়েতের তেলুয়া শিকারপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ বেদীতে মাল্যদান করেন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ। এছাড়াও শহীদ বেদীতে মাল্যদান করেন সগড়াই গ্রাম পঞ্চায়েত প্রধান শুভেন্দু পাল, খণ্ডঘোষ ব্লকের সংখ্যালঘু সেল এর সভাপতি সইফুদ্দিন চৌধুরী সহ আরও অন্যান্য নেতৃত্বরা। রাজ্যের প্রতিটি ঘরে ঘরে পশ্চিমবঙ্গ সরকারের বিগত ১০ বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরা হচ্ছে বঙ্গধনী যাত্রা কর্মসূচির মাধ্যমে। মানুষের কাছে আরও বেশি করে একাধিক প্রকল্প পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই কর্মসূচি বলে জানা যায় ।

এই প্রসঙ্গে বিধায়ক নবীন চন্দ্র বাগ বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে শুরু হয়েছে বঙ্গধনী যাত্রা, তারই পরিপ্রেক্ষিতে আজ খণ্ডঘোষ ব্লকের, শাকারী ২ নম্বর পঞ্চায়েতে এই বঙ্গোধনী যাত্রার কর্মসূচির আয়োজন করা হয়। আমি গর্বিত ও আনন্দিত যে আমরা বাড়ি বাড়ি পৌঁছাতে সাধারণ নাগরিক অর্থাৎ গ্রামবাসীরা আনন্দ এবং উছ্বাসের সাথে আমাদের গ্রহণ করছেন “।

Related posts

সিবিএসই আ্যওয়ার্ডের জন্য মনোনীত হলেন বার্ণপুর রিভারসাইড স্কুলের অধ্যক্ষ

E Zero Point

নির্বাচনী প্রচারে পূর্বস্থলীর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজীব ভৌমিক

E Zero Point

তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে ফল বিতরণ পাহাড়হাটীতে

E Zero Point

মতামত দিন