06/05/2024 : 1:52 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

ভাতার স্টেট জেনারেল হসপিটালে করোনার টিকাকরন শুরু

জিরো পয়েন্ট নিউজ আমিরুল ইসলাম, ভাতার, ১৬ জানুয়ারি ২০২১:


বহু আশা আকাঙ্খার পর ভাতার স্টেট জেনারেল হসপিটালে করোনার টিকাকরন শুরু হলো আজ। ভাতার স্টেট জেনারেল হসপিটালে বিধায়ক ও করোনা যোদ্ধা সুভাষ মন্ডলের করোনার টিকা দিয়ে শুরু হলো টিকাকরণ।

এই টিকাকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাতার বিধানসভার বর্তমান বিধায়ক সুভাষ মন্ডল, প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা, ভাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রণব কুমার ব্যানার্জি ও ব্লক স্বাস্থ্য আধিকারিক সংঘামিত্রা ভৌমিক, জেলা পরিষদের বিদ্যুতের কর্মদক্ষ জহর বাগদি সহ অন্যান্য নেতৃত্ব।

পাশাপাশি এই টিকাকরণ করেন ভাতার বিধানসভার প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা। বনমালী হাজরা জানান, আজ আমি করোনার টিকা নিলাম, কেবলমাত্র ভাতারের মানুষজনকে নয় আমি সকল দেশবাসীকে বলবো আপনারা করোনার টিকাকরণ করিয়ে নিন, সরকার করোনা সম্বন্ধে যে সমস্ত বিধি নিষেধ আপনারা মেনে চলতে বলেছেন আপনারা সবাই সেই বিধি-নিষেধ মেনে চলুন, সবাই ভালো থাকবে।

বর্তমান বিধায়ক সুভাষ মন্ডল জানান, আমি করোনার টিকা নিলাম আজ। কোন রকম অসুবিধা হয়নি ।সকল মানুষকে এই টিকা করন করার জন্য বলব ।কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী সকল কে বিনা পয়সায় করোনার টিকা দিবেন ঘোষণা করেছেন।

এই টিকাকরণ নিয়ে উৎসবের আকার নিয়েছে ভাতার স্টেট জেনারেল হসপিটালে।

Related posts

খাগড়াগড় বিস্ফোরণ মামলায় আরও দুজনের ৭ বছরের কারাবাস

E Zero Point

পৌরসভা থেকে খাস বসবাস কারীদের ট্যাক্স রশিদ বিতরন

E Zero Point

বর্ধমানে ইভটিজিংয়ের শিকার যুবতী ও তার হবু স্বামী

E Zero Point

মতামত দিন