14/03/2025 : 8:15 PM
আমার বাংলাউত্তর বঙ্গকোচবিহার

মেখেলিগঞ্জ ভারতীয় জনতা পার্টির ওবিসি মোর্চার সভা

জিরো পয়েন্ট নিউজ – মৃন্ময় রায়, কোচবিহার, ১ জানুয়ারি ২০২১:


মেখেলিগঞ্জ ব্লক ভারতীয় জনতা ওবিসি মোর্চার, দক্ষিণ মন্ডল কমিটির পক্ষ থেকে, ও গত কাল বিকেল ৪ টার সময় মেখেলিগঞ্জ বাজারে, মেখেলিগঞ্জ দক্ষিণ সদর মণ্ডল ওবিসি মোর্চার পক্ষ থেকে একটি সভা করা হলো l

এই সভায় উপস্থিত ছিলেন, বিজেপির মেখলিগঞ্জ দক্ষিন মন্ডল কমিটির সভাপতি দধিরাম রায়, জলপাইগুড়ি জেলা ও.বি.সি মোর্চার সভাপতি মানিক দেবনাথ, দক্ষিণ মন্ডল ও.বি.সি মোর্চার সভাপতি জ্যোতিষ দেবনাথ, ও বিজেপি দক্ষিণ মন্ডল সহ-সভাপতি বীরেন রায়, সাধারণ সম্পাদক রুহীদাস সরকার, সম্পাদক অতূল্য রায় ও ভূপাল রায়, থেকে শুরু করে একাধিক উঁচু সারির নেতা ও কর্মীরা l

এদিন মেখেলিগঞ্জ দক্ষিণ সদর মণ্ডল ভারতীয় জনতা ও বি সি মোর্চার পক্ষ থেকে এদিনের এই সভার আয়োজন করা হয় বলে জানা যায় l এই সভায় উপস্থিত নেতৃত্ব রা সংবাদ মাধ্যম কে জানান, বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে ও.বি.সি  শ্রেণী ভুক্ত মানুষদের সংরক্ষণ জরুরি , বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে তাঁদেরএখনো সংরক্ষণ এর প্রয়োজন রয়েছে এবং এর পাশাপাশি বয়ষ্ক নাগরিকদের ভাতা প্রদান , শিক্ষা ক্ষেত্রে সংরক্ষণ প্রভৃতি বিষয়. সম্পর্কে, উপস্থিত জনতার সামনে বিভিন্ন কথা তুলে ধরেন, এবং এই বিষয় গুলি নিয়ে, জলপাইগুড়ি জেলা থেকে শুরু করে আরো বিভিন্ন জেলার মধ্যে আন্দোলনে নামার আহ্বান জানান, উপস্থিত ও.বি.সি মোর্চার নেতৃত্বরা।

Related posts

১৫ বছর ধরে নিকাশি নালার সমস্যা নসরতপুরে

E Zero Point

পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অবরোধ পাণ্ডুয়ায়

E Zero Point

কোঁচমালী পঞ্চায়েতে বিক্ষোভ ও জি টি রোড অবরোধ গ্রামবাসীর

E Zero Point

মতামত দিন