03/05/2024 : 4:55 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

সমাজসেবী শ্যামল সরকারের প্রথম পুন্যতিথি পালন মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি,  ২৫ সেপ্টেম্বর ২০২১:


এক নির্ভিক সমাজসেবী, আইনজীবি তথা মেমারি শহরের জনপ্রিয় কংগ্রেস নেতা ও মেমারি পৌরসভার ৪ নং ওয়ার্ডের প্রাক্তণ কাউন্সিলর শ্যামল সরকারের প্রথম পুন্যতিথি পালিত হলো মেমারিতে।

শনিবার শ্যমল সরকার স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে মেমারি শ্রীদুর্গাপল্লী জিটিরোডের পাশে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের মাধ্যমে দুদিন ব্যপী শ্যামল সরকারের প্রথম পুন্যতিথি পালন শুরু করা হলো।

স্বর্গীয় শ্যামল সরকারের আবক্ষ মূর্তির আভরণ উন্মোচন করেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের প্রদেশ নেতা তুষার কান্তি পান, গৌরব সমাদ্দার, মেমারি পৌরসভার প্রাক্তণ ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন ঘোষাল, মেমারি শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তণ সভাপতি অচিন্ত্য চ্যাটার্জী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

এদিন মেমারি শহরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে সম্মান জানানো হয় শ্যমল সরকার স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে।



Related posts

৭৫ তম স্বাধীনতা দিবস পালন বর্ধমানে

E Zero Point

সামসেরগঞ্জ থানার ওসির বিদায় সংবর্ধনা

E Zero Point

বড়পলাশন গ্রামের ৩৫০ পরিযায়ী শ্রমিকের বিক্ষোভ মেমারিতে

E Zero Point

মতামত দিন