24/04/2024 : 6:58 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

বিশ্ব আদিবাসী দিবসে মন্ত্রী স্বপন দেবনাথ

জিরো পয়েন্ট নিউজ – সত্যনারায়ন সিকদার, বর্ধমান, ১০ অগাস্ট ২০২০:


গত ৯ অগাষ্ট সারা ভারত জাকাত মাঝি পারগানার উদ্যোগে জেলা পুলিশের সহযোগিতায় পূর্ব বর্ধমান জেলা আদিবাসী উৎসব পালিত হয় কালনা থানার আটঘরিয়া বি এড কলেজ প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার ভাস্কর মুখার্জী, জেলা সভাধিপতি শম্পা ধারা, সহ সভাধিপতি দেবু টুডু, কর্মাধ‍্যক্ষ মিঠু মাঝি, দুই বিধায়ক নিশীথ মালিক ও বিশ্বজিৎ কুন্ডু, অতিরিক্ত দুই পুলিশ সুপার, কালনা মহকুমা শাসক, বিডিও, পনৎ পারগানা বাদল কিস্কু সহ আদিবাসী সমাজের বিশিষ্ট ব‍্যক্তিবর্গ। আদিবাসী নৃত‍্য ও সঙ্গীত সহযোগে অনুষ্ঠানের সূচনা হয়। সেখানে বিভিন্ন পারগানা মহলের মাঝি বাবাদের পাক প্রদান করেন অতিথিবর্গ। মন্ত্রী স্বপন দেবনাথ জেলার আদিবাসী সমাজের পরিসংখ্যান সহ নানান সরকারি সুবিধা বিষয়ে আলোকপাত করেন।

Related posts

মেখেলিগঞ্জ ভারতীয় জনতা পার্টির ওবিসি মোর্চার সভা

E Zero Point

মেমারি সাতগেছিয়ায় রক্তদান শিবির

E Zero Point

ভারতীয় জনতা পার্টির বৃক্ষরোপণ কর্মসূচী পাণ্ডুয়াতে

E Zero Point

মতামত দিন