25/04/2024 : 4:57 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

জঙ্গিপুরের পেটকাটি মায়ের কাঠামো পুজো রথের দিন

জিরো পয়েন্ট নিউজ রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ১২ জুলাই ২০২১:


আজও অমলিন জঙ্গিপুরের গদাইপুর পেটকাটি দুর্গা। দুর্গাপূজার ইতিহাস পরম্পরা নিয়ে মানুষের কৌতূহল সীমাহীন, কেমন দেখতে পেটকাটি দুর্গা কেনই বা এর নাম পেটকাটি। চিরাচরিত প্রথা অনুযায়ী পারম্পরিক রীতি মেনে সোমবার রথের দিন জঙ্গিপুরের পেটকাটি দুর্গার কাঠামো পুজো শুরু হলো।

জঙ্গিপুরের গদাইপুর পেটকাটি দুর্গার ঐতিহ্য আজও অমলিন। কয়েকশো বছর প্রাচীন এই দুর্গা প্রতিমার ইতিহাস ও পরম্পরা নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। এখানকার দুর্গার নাম পেটকাটি হল কেন তা নিয়ে নানান জনশ্রুতি রয়েছে। সোমবার পারিবারিক রীতি মেনে চিরাচরিত প্রথা অনুযায়ী পেটকাটি দুর্গার কাঠামো পূজা হলো তবে করোনা আবহে এবছর পেটকাটি দুর্গা প্রতিমার কাঠামো পুজো সাস্থ্য বিধির কথা মাথায় রেখে জৌলুসহীন ভাবে পালিত হলো।

Related posts

দুই বছরের কন্যাকে শ্বাসরোধ করে খুন, শ্বসুরের বিরুদ্ধে অভিযোগ বৌমার

E Zero Point

এবিটিএ নেতৃত্বে উত্তর ২৪ পরগনার সুটিয়ায় জনতার বাজার

E Zero Point

মেমারির জামে মসজিদে চুরি

E Zero Point

মতামত দিন