07/05/2024 : 4:07 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গমগড়াহুগলি

মগড়া মেরিনার্স এর মানবিক উদ্যোগ

জিরো পয়েন্ট নিউজ – সুব্রত দে, মগড়া, ৪ অগস্ট ২০২০:


বাংলা তথা ভারতের প্রাচীন ক্লাব মোহন বাগান ক্লাব। তারসঙ্গে জুড়ে আছে মানুষের ভালোবাসা ও আবেগ আর সেই ভালোবাসা থেকেই গড়ে ওঠে অগণিত ভক্ত ।এই ভক্ত দের আবেগের কোথা আজ আমরা আপনাদের সামনে তুলে ধরবো। হুগলীর মগরায় মোহনবাগান ফ্যানস ক্লাব- মগরা মেরিনার্স তাদের অববেগ ও ভালোবাসা কে অন্য মাত্রা দিয়েছে।কোভিড পরিস্থিতি তে তারা মাঠের গ্যালারি কে মিস করছে ঠিকই, কিন্তু সামাজিক দায়বদ্ধতা তাদের মনকে নাড়া দিয়েছে। ব্যাকুল করেছে কিছু শিশু মনের আর্তি , সেই টানে মগরা মেরিনারসের সদস্যরা ডঃ বি আর আম্বেদকর অনাথ আশ্রম এর বাচ্ছা দের সাথে রাখি বন্ধনের মাধ্যমে হৃদয়ের বন্ধন গড়ে তোলার চেষ্টা করল। তারা বাচ্ছা দের হাতে তুলে দেয় রাখি, চকলেট ও বিভিন্ন শিক্ষা সামগ্রী উপকরণ । এতে বাচ্ছা রাও খুবই আনন্দিত ।

এর পাশাপাশি তারা কোভিড মহামারী তে সামনে থেকে লড়াই করছেন এমন কিছু যোদ্ধার হাতে পুষ্প স্তবক, মানপত্র তুলে দেয়।মগরা পুলিশ আধিকারিক ও পুলিশ কর্মী ,মগরা সাস্থ কেন্দ্রের সাস্থ কর্মী ও ডাক্তার বাবু দের সম্মান জানানো হয় এই দিন। পথ চলতি মানুষের হাতে রাখি পরিয়ে সৌভাতৃত্ব গড়ে তোলে মানুষের মধ্যে। আজকের দিনটি মগরা মেরিনার্স এর সদস্যরা স্মরণীয় করে রাখে।

Related posts

বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মেমারিতে, দুই শিশু সহ মৃত ৩

E Zero Point

মঙ্গলকোট দুই দিনব্যাপী ফুটবল প্রতিযোগিতা

E Zero Point

যে খুন থ্রিলার কে হার মানায়ঃ আকাঙ্খা শর্মা শর্মা খুনের অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড

E Zero Point

মতামত দিন