27/04/2024 : 12:25 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

করোনা আপডেট পূর্ব বর্ধমানঃ আক্রান্ত ৫৪ জন, সুস্থ ৩০ জন, দেখুন কোথায় কোথায় আক্রান্ত হয়েছে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, পূর্ব বর্ধমান, ১১ অগাষ্ট, ২০২০:


পূর্ব বর্ধমান জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৩৪ জন। আজ নতুন করে ৫৪ জনের কোভিড-১৯ পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে এবং মৃত্যু হয়েছে ১ জনের। জেলায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১৪৯৮ জন। এই ১৪৯৮ জন আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১০৭৬ জন।
আজ বর্ধমান পৌরসভা – ২৪, মেমারি পৌরসভা- ১, বর্ধমান১- ৬, বর্ধমান২- ৩, গলসী১ – ১, গলসী২ -৪, মেমারি১ -৫, কাটোয়া১ – ১, কাটোয়া ২ -১, কেতুগ্রাম১ -২, মঙ্গলকোট -২, মন্তেশ্বর-১, রায়না১ -৩ জন আক্রান্ত হয়েছেন।

 

 

 

 

Related posts

জামালপুরে ৭৫০০ টি কম্বল বিতরণ অসহায় মানুষদের জন্য

E Zero Point

৯ টি রাজ্যের হবু জেলা প্রেসিডেন্টদের প্রশিক্ষন রোটারীর

E Zero Point

বাৎসরিক শ্রীশ্রী বাবা বুড়ো রাজ পুজো

E Zero Point

মতামত দিন