08/04/2025 : 7:48 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদে মেমারিতে মিছিল

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ৬ এপ্রিল ২০২৫ :


বামপন্থী সংগঠন সিআইটিইউ, সারা ভারত কৃষকসভা, সারা ভারত মহিলা সমিতি, ক্ষেতমজুর ইউনিয়ন, বস্তি ইউনিয়ন, মেমারি ১ পশ্চিম সমন্বয় ও ব্লক কমিটির উদ্যোগে শনিবার বিকালে শ্রমজীবি জনতার বিগ্রেড সমাবেশকে সফল করার লক্ষ্যে একটি মিছিলের আয়োজন হয় মেমারিতে।

মিছিল খাঁড়ো সুলতানপুর মোড় থেকে শুরু হয়ে শহরপরিক্রমা করে বামুনপাড়া মোড়ে শেষ হয়। মিছিল শেষে একটি পথসভার আয়োজন করা হয়। এদিন মিছিল পা মেলান মেমারি ১ পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক পিযুষ বিশ্বাস, জেলা নেতা সনৎ ব্যানার্জি, কৃষক নেতা জয়দেব ঘোষ, প্রশান্ত কুমার, পিন্টু ভট্টাচার্য সহ প্রমুখ। বক্তব্য রাখেন প্রবীণ সিপিআইএম নেতা সুকান্ত কোঙার।

এদিন সুকান্ত কোঙার তার বক্তব্যে বলেন, ‘বামফ্রন্ট সরকারের আমলে নিয়ম মেনে প্রতিবছর এস এস সির নিয়োগ হতো। এই সরকারের আমলে নিয়োগ তো হয়নি, উল্টে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি কেড়ে নিয়েছে। এই চোর মমতা সরকারের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই। অবিলম্বে তার পদত্যাগ এর দাবি করছি। শিক্ষা ব্যাবস্থায় স্বচ্ছ ভাবমূর্তি আনতে অবিলম্বে এই দূর্নীতি তোলামুল সরকার কে উৎক্ষাৎ করতে হবে।’

পাশাপাশি তিনি আরো বলেন, দেশে অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়েছে। আর রাজ্যের সরকার চাকরি চোর দের বাঁচাতে আপনার আমার করের টাকায় সুপ্রিম কোর্টে ছুটছে। অথচ কৃষকেরা পাচ্ছে না তাদের ন্যায্য মুল্য। মানুষের পেটে অন্য জুটছে না। আর এই সরকার মেল। খেলায় ব্যাস্ত।

 

Related posts

T -20 ডিউজ ক্রিকেট লিগ প্রতিযোগিতা

E Zero Point

শ্রাবন্তিকা ডান্স সেন্টারের বসন্ত উৎসব

E Zero Point

জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে আনন্দের বাতাবরণ মেমারিতে

E Zero Point

মতামত দিন