জিরো পয়েন্ট নিউজ – নিজস্ব সংবাদ, মেমারি, ৬ এপ্রিল ২০২৫ :
জাল ওষুধ বন্ধ করা সহ ওষুধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার পূর্ব বর্ধমান জেলার মেমারি শহরে নিমতলায় একটি পথ সভা আয়োজন করা হয়। পথসভা বক্তব্য রাখেন, বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন ঘোষাল, মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি আশিষ ঘোষ দোস্তিদার সহ অন্যান্য শাখা সংগঠনের নেতৃত্বরাা।
বক্তরা সকলে তারা সকলেই জাল ওষুধের রমরমা ও ওষুধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রের বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন। এবং অবিলম্বে ওষুধের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী জানান।
শনিবার একই ইস্যুকে নিয়ে মেমারি শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল হয় মেমারি চকদিঘী মোড় থেকে কলেজ মোড় পর্যন্ত।