01/10/2022 : 3:49 AM
BREAKING NEWS
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

মানসিক অবসাদে বিষ খেয়ে আত্মঘাতী মঙ্গলকোটের যুবক

জিরো পয়েন্ট নিউজ আমিরুল ইসলাম, মঙ্গলকোট, ১৮ মার্চ ২০২১:


পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের মাজিক গ্রাম অঞ্চলের কাঁকড়া গ্রামের এক যুবক বিষ খেয়ে আত্মঘাতী হলেন। মৃত যুবকের নাম হাবল মেটে, বয়স ৩৭ বছর। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া।

পরিবার সূত্রে খবর বেশ কিছুদিন ধরেই তিনি পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছিলেন না মানসিক অবসাদে ভুগছিলেন। গতকাল রাত্রে তিনি পরিবারের সকল সদস্যের সঙ্গে ভাত খান। এরপর রাত সাড়ে এগারোটার সময় তিনি পরিবারের লোকজনকে জানান তিনি বিষ খেয়েছে।

পরিবারের লোকজন তড়িঘড়ি তাকে নিয়ে আসেন মঙ্গলকোট ব্লক হসপিটালে। সেখানেই তিনি মারা যান। পুলিশ মৃতদেহ উদ্ধার করে প্রথমে পাঠিয়েছে কাটোয়ায়।

Related posts

১০০ দিনের কাজের আত্মসাৎ করা টাকা ফেরতের মুচলেকা বুথ সভাপতি ও সুপারভাইজারের

E Zero Point

দুয়ারে সরকারের ক্যাম্প পরিদর্শনে মন্ত্রী স্বপন দেবনাথ

E Zero Point

সিপিএম থেকে বিজেপিঃ এবার তৃণমূলে এলেন আইনুল হক

E Zero Point

মতামত দিন