29/01/2023 : 3:43 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

রাতে পুলিশের নাকা চেকিং মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ অনন্যা সাঁতরা পাল, সাতগেছিয়া, ৩০ মে ২০২২:


সোমবার রাতে মেমারি দু’নম্বর ব্লকের সাতগেছিয়া তে পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে মেমারি থানার সহযোগিতায় সাতগেছিয়া ফাঁড়িরর ব্যবস্থাপনায় নাকা চেকিং হলো । এদিন সাতগেছিয়া মনসাতলা এলাকায় কালনা বর্ধমান রোড এর ওপর চলে নাকা চেকিং । ট্রাফিক নিয়ম ভঙ্গ কারি বাইক চালক গাড়িচালকদের আটক করে জিজ্ঞাসাবাদ করে।

পুলিশপাশাপাশি বেশকিছু জনকে আর্থিক জরিমানাও করা হয়। এদিনে উপস্থিত ছিলেন বর্ধমান সদর দক্ষিণ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী , মেমারি থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুদীপ্ত মুখার্জি , সাতগেছিয়া ফাঁড়ির ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক বুদ্ধদেব ঢুলি সহ অন্যান্যরা।

Related posts

আপনি কি জানেন কোথায় আঠারোটি হাত যুক্ত মহালক্ষ্মী পুজো হয়?

E Zero Point

সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচি: পথ-সচেতনায় পথে পুলিশ প্রশাসন

E Zero Point

মুখে মাস্ক নেই, বিশেষ অভিযান মহকুমা শাসকের

E Zero Point

মতামত দিন