28/03/2024 : 7:06 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপান্ডুয়াহুগলি

পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে কর্মরত এক নার্সের করোনা পজিটিভ

সুমন চক্রবর্ত্তীঃ পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে কর্মরত এক নার্সের গত ৬ জুলাই সোমবার সকালে করোনার রিপোট পজিটিভ আশায় তড়িঘড়ি স্যানিটাইজ করা হলো পান্ডুয়া গ্রামীন হাসপাতালকে।
পান্ডুয়া বিএমওএইচ ও ফায়ার স্টেশনের ওসি দুজনার তত্ত্বাবধানে আজকের এই স্যানিটাইজ প্রক্রিয়াটি করা হয় ।
মূলত গতকালও ঐ আক্রান্ত নার্স পান্ডুয়া হাসপাতালে কর্মরত ছিলো বলে জানা যায় । শরীরে হালকা জ্বর ছিলো বলেও জানাযায়। সোয়াব টেস্ট করার পরে সোমবার সকালে রিপোর্ট পজিটিভ আসতেই তড়িঘড়ি পান্ডুয়া প্রশাসন হাসপাতালে থাকা রোগীদের অন্য বিল্ডিংয়ে সরিয়ে দিয়ে সমস্ত হসপিটাল এর ভেতর ও বাহিরে স্যানিটাইজ করেন ।
সর্তকতার জন্য দেখা যায় ফায়ারের তরফ থেকে সকলে পিপিই কিট পরে স্যানিটাইজের কাজ করছেন ।
আক্রান্ত নার্সের সংস্পর্শে আশা ডাক্তার ও অন্যান্য নার্সদের হোম কোয়ারেন্টে করে রাখা হয় বলে হাসপাতাল সূত্রে খবর।

Related posts

মেমারি বিধায়িকার চোখে দুর্গাপুজো সম্মান

E Zero Point

ঋণগ্রস্ত হয়ে মানসিক অবসাদে আত্মহত্যা মঙ্গলকোটে

E Zero Point

বিষধর কেউটে সাপ উদ্ধার বর্ধমানে

E Zero Point

মতামত দিন