জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১১ জুলাই ২০২২:
শুরু হয়েছে দুর্গাপুজোর প্রস্তুতি। আর প্রায় তিন মাস পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব। খুঁটি পুজোর মাধ্যমেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে। বিগত দুবছর করোনার জন্য দুর্গাপুজোর জাঁকজমক কম ছিলো এবছরও করোনার সংক্রমণ সবে বাড়তে শুরু করেছে কিন্তু পুজো উদ্যোক্তাদের আশা এবছর সেরমকম কিছু হবে না। তাই উল্টো রথ যাত্রার দিন খুঁটি পুজো আচারবিধি মেনে সম্পন্ন করলো বিবেকানন্দ ইয়ংস কর্ণার।
শনিবার মেমারি চেকপোষ্টে সুবর্ণজয়ন্তী অতিক্রম করা ক্লাব বিবেকানন্দ ইয়ংস কর্ণারের সামনে মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের উপস্থিতিতে ক্লাবের খুঁটি পুজো করা হলো। বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদ্ম ক্ষেত্রপাল ও ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর রণজিৎ বাগ এবং ক্লাবের সমস্ত সদস্যরা।