04/05/2024 : 2:13 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপান্ডুয়াহুগলি

পান্ডুয়া রাধারাণী বিদ্যালয়ের ছাত্রীরা সঙ্কটেঃ ডি আইকে ঘেরাও করলেন অভিভাবকরা

জিরো পয়েন্ট নিউজ – সুমন চক্রবর্তী, পান্ডুয়া, ২৩ সেপ্টেম্বর ২০২০:


ট্রান্সফার সার্টিফিকেট না পাওয়ায় ডি আই কে ঘন্টা খানেক আটকে বিক্ষোভ দেখালো ছাত্র-ছাত্রী সহ অভিভাবকরা। ঘটনাটি পান্ডুয়া ব্লকের রাধারাণী উচ্চ বালিকা বিদ্যালয়ের।
স্থানীয় সূত্রে জানাযায়,যারা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করে অন্য স্কুলে ও কলেজে ভর্তি হবে তাদের বিগত দুমাস যাবত এই সার্টিফিকেট দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।
গত ২১ সেপ্টেম্বর ছিলো ভর্তি হবার শেষ দিন । তাই সকলে গত ১৯ সেপ্টেম্বর স্কুলে আসে সার্টিফিকেট নেবার জন্য। কিন্তু হেড দিদিমনি সকলকে বলেন তার কাছে স্কুলের মেল আইডির পাসওর্য়াড নেই। তার পরেই সকলে দিদিমনিকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনাস্থলে উপস্থিত হয় পান্ডুয়া থানার পুলিশ।


অভিভাবদের সূত্রে জানা যায়,স্কুলে ডি আই নিজে এসে হেড দিদিমনিকে সাথে নিয়ে সকলকে সার্টিফিকেট দেওয়া হবে কিন্তু স্কুলে ডি আই আসলেও হেড দিদিমনি না আসার কারনে স্কুলের বাইরে ডি আই কে ধিরে সকল ছাত্রী সহ অভিভাবকরা অভিযোগ জানালেন।


সকলেক কাছে অভিযোগ শুনে ডি আই নজরুল হক সিপাহী বলেন,আগামী ২৫ শে সেপ্টেম্বর ,শুক্রবার সকল দিদিমনি ও তিনি নিজে উপস্থিত থেকে সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে।

Related posts

লকডাউনে পথ কুকুরদের পাশে ক্ষ্যাপা বাবার ক্ষ্যাপা ছেলে

E Zero Point

জাতিগত শংসাপত্র বিতরণ কর্মসূচি রায়নায়

E Zero Point

রাজ্যের ২৫ হাজার নিধিরামরা আজো লড়াই করে যাচ্ছে

E Zero Point

মতামত দিন