18/05/2024 : 2:06 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

বিজেপির পতকা ছিঁড়ে দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ভাতারে

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ৩০ সেপ্টেম্বর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার ভাতারের বলগোনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভাতারের ঢেরিয়া গ্রামে গতকাল গভীর রাত্রে বিজেপির পতকা ছিঁড়ে দেওয়ায়, ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। অভিযোগের তীর শাসক দল তৃণমূলের দিকে।

বিজেপি ৩৩ নম্বর মন্ডল সভাপতি রাজ কুমার হাজরা জানান, ভাতারে বর্তমানে বিজেপি একটি জায়গা তৈরি করেছে । তাই তৃণমূল কংগ্রেস বিজেপি কে দমন করার জন্য নানান চক্রান্ত করছে। আগামীকাল আমাদের একটি মিছিল আছে ভাতার বাজারে কৃষি বিল এর সমর্থনে। তাই আমাদের কর্মীরা ঢেরিয়া গ্রামে বিজেপি ফ্লাগ লাগিয়ে ছিল। কিন্তু রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা সে সমস্ত ফ্ল্যাগ ছিঁড়ে দেয়। আমরা লিখিত অভিযোগ জানিয়েছি ভাতার থানা।

অপরদিকে ভাতার ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জুলফিকার আলী জানান, ঢেরিয়া গ্রামের ঘটনা সম্পূর্ণ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। এখানে তৃণমূলের কোন সম্পর্ক নেই। তাদের নিজেদের জায়গা দখলের লড়াই। তৃণমূল এ ধরনের রাজনীতি করে না। সব মিলিয়ে দলীয় পতাকা ছিঁড়ে দেওয়াকে নিয়ে ব্যাপক চাঞ্চল্য ভাতারের ঢেরিয়া গ্রামে।

Related posts

পঞ্চায়েত সমিতির কন্যাশ্রী মুক্ত মঞ্চে পালিত হল সুভাষ উৎসব

E Zero Point

করোনা প্রতিরোধে মহাকালের পুজো

E Zero Point

রমজান নাকি রমদান ?

E Zero Point

মতামত দিন